ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল কবে? বড় আপডেট জানাল প্রাথমিক অধিদপ্তর

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ২০ ১৫:০০:৪৫
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল কবে? বড় আপডেট জানাল প্রাথমিক অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে কয়েক লাখ চাকরিপ্রার্থীর অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। ফল প্রকাশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মুখরোচক তথ্য ও গুজবের ভিড়ে অবশেষে মুখ খুলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ফলাফল কবে প্রকাশিত হতে পারে এবং নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে আছে, সে বিষয়ে বড় আপডেট দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফল প্রকাশ নিয়ে অধিদপ্তরের সর্বশেষ অবস্থান

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ফল প্রকাশের অগ্রগতি নিয়ে কথা বলেন অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে সামছুল আহসান। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ফল প্রকাশে কোনো আইনি বাধা বা সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বিশেষ নির্দেশনা নেই।

পরিচালক বলেন, "আমাদের টিম ফলাফল প্রস্তুত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খাতা দেখার কাজ শেষ পর্যায়ে। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে প্রার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়ে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে।"

২০ জানুয়ারি কি ফল আসছে?

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহারকারী দাবি করছেন যে ২০ জানুয়ারির মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। তবে এই তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন এ কে সামছুল আহসান। তিনি স্পষ্ট করে বলেন, "ফল প্রকাশের কোনো সুনির্দিষ্ট তারিখ আমরা এখনো নির্ধারণ করিনি। যারা নির্দিষ্ট ডেট বলছেন, তারা স্রেফ অনুমান থেকে বলছেন। ফলাফল পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।"

পরীক্ষা কি বাতিল হচ্ছে?

জালিয়াতি ও প্রশ্নফাঁসের গুজব তুলে চাকরিপ্রার্থীদের একটি অংশ পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছিল। এ বিষয়ে অধিদপ্তর সাফ জানিয়ে দিয়েছে—পরীক্ষা বাতিলের কোনো প্রশ্নই আসে না। অধিদপ্তরের দাবি, প্রশ্নফাঁসের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে যারা ডিজিটাল জালিয়াতির আশ্রয় নিয়েছিল, তাদের কঠোরভাবে দমন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সারাদেশে ২০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮ জন, দিনাজপুরে ১৮ জন এবং কুড়িগ্রামে ১৬ জন আটক হয়েছেন।

এক নজরে নিয়োগ পরিসংখ্যান

পরীক্ষার তারিখ: ৯ জানুয়ারি ২০২৪।

মোট শূন্যপদ: ১৪ হাজার ৩৮৫টি।

মোট পরীক্ষার্থী: ১০ লাখ ৮০ হাজারেরও বেশি।

আটককৃত জালিয়াতি চক্রের সদস্য: ২০৭ জন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান তৎপরতা থেকে বোঝা যাচ্ছে, নিয়োগ কার্যক্রম স্থগিত করার কোনো পরিকল্পনা নেই। খাতা মূল্যায়ন শেষ হওয়া মাত্রই যেকোনো দিন অফিসিয়াল ওয়েবসাইটে (dpe.gov.bd) ফলাফল প্রকাশ করা হবে। বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে প্রার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে?

উত্তর: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কোনো সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে খাতা দেখার কাজ দ্রুত গতিতে চলছে এবং ফলাফল প্রস্তুত হওয়া মাত্রই তা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

২. ২০ জানুয়ারি কি প্রাথমিকের রেজাল্ট দিবে?

উত্তর: সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ জানুয়ারি রেজাল্ট দেওয়ার যে তথ্য ছড়ানো হচ্ছে, সেটিকে 'অনুমাননির্ভর' বলে জানিয়েছে অধিদপ্তর। তারা স্পষ্ট করেছে যে, নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।

৩. প্রশ্নফাঁসের অভিযোগে কি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হতে পারে?

উত্তর: না, পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা নেই। অধিদপ্তর জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। যারা জালিয়াতির চেষ্টা করেছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাই পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই।

৪. জালিয়াতির দায়ে কতজনকে আটক করা হয়েছে?

উত্তর: ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে মোট ২০৭ জন চাকরিপ্রার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

৫. সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় কতজন অংশ নিয়েছেন?

উত্তর: গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় অনুষ্ঠিত এই পরীক্ষায় ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

৬. প্রাথমিকের রেজাল্ট কোন ওয়েবসাইটে দেখা যাবে?

উত্তর: সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট dpe.gov.bd-তে দেখা যাবে। এছাড়া আমাদের ওয়েবসাইট 24updatenews.com-এও রেজাল্ট দেখা ও ডাউনলোডের লিংক পাওয়া যাবে।

সোহেল/

ট্যাগ: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা সংবাদ প্রাথমিক শিক্ষক নিয়োগ Primary Teacher Recruitment Result 2026 Primary Teacher Recruitment প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৬ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফল কবে? সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২৬ প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রাইমারি শিক্ষক নিয়োগের রেজাল্ট দেখার নিয়ম dpe.gov.bd রেজাল্ট ২০২৬ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন নোটিশ শিক্ষক নিয়োগের ফল নিয়ে অধিদপ্তরের বক্তব্য সহকারী শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর প্রাথমিক শিক্ষক নিয়োগ আপডেট নিউজ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কি বাতিল হবে? প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন ফাঁস আপডেট শিক্ষক নিয়োগে ডিভাইস জালিয়াতি ২০৭ জন আটক ২০ জানুয়ারি কি প্রাথমিকের রেজাল্ট দিবে? ১৪৩৮৫ পদের শিক্ষক নিয়োগের ফল ১০ লাখ ৮০ হাজার পরীক্ষার্থীর রেজাল্ট গাইবান্ধা ও নওগাঁ শিক্ষক নিয়োগ জালিয়াতি খবর Assistant Teacher Exam Result BD DPE Teacher Recruitment Result Update Primary Teacher Written Exam Result Date Assistant Teacher Result 2026 PDF Primary Teacher Exam Cancellation News Primary Teacher Result dpe.gov.bd প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট কবে দিবে? সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা কবে শুরু হবে? প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি How to check primary assistant teacher result 2026 Primary teacher recruitment result publish date news সহকারী শিক্ষক নিয়োগ ফলাফল শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২৬ DPE Result 2026 রেজাল্ট আপডেট জালিয়াতি ও আটক প্রশ্ন ফাঁস গুজব Primary Assistant Teacher News DPE Notice Board 2024

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ