ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে না কোহলিরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ১১ ১১:২৭:০৭
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে না কোহলিরা

তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার আগে বড় ধরনের একটি শঙ্কাও কাজ করছে ভারতীয় দলের ক্রিকেটারদের মনে। কারণ, মুম্বাইতে কোয়ারেন্টাইনে থাকার সময় করোনা আক্রান্ত হলে, সেই ক্রিকেটারকে বাদ দিয়েই ইংল্যান্ড চলে যাবে ভারতীয় দলের ক্রিকেটাররা।

২ জুন ইংল্যান্ডের বিমানে ওঠার কথা রয়েছে বিরাট কোহলিদের। এর আগে মুম্বাইতে আট দিনের জন্য কঠোর আইসোলেশনে থাকতে হবে তাদেরকে। সে সময় যদি দুর্ভাগ্যক্রমে কেউ করোনা আক্রান্ত হন, তাহলে তার ব্যাপারে এমনই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে দিল ভারতীয় বোর্ড বিসিসিআই।

ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে থাকবেন তাদের পরিবারও। মুম্বাই পৌঁছালেই করোনা পরীক্ষা করা হবে সবার। বিসিসিআইর এক কর্মকর্তা বলেন, ‘ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে মুম্বাইয়ে আইসোলেশনে থাকাকালীন করোনা আক্রান্ত হলে ইংল্যান্ড সফরে বাদ পড়বেন তিনি। বোর্ড কোনোরকম ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করবে না।’

১৮ জুন শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এজবাস্টনে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে রয়েছে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। লম্বা সফরের আগে সব রকম প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বোর্ড। একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল স্থগিত করতে হয়েছে। ইংল্যান্ড সফরের আগে তাই বাড়তি সতর্কতাই অবলম্বন করছে সৌরভ গাঙ্গুলিরা।

আপার জন্য বাছই করা কিছু নিউজ