ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মাহমুদুল্লাহ, আফিফের দুর্দান্ত ব্যাটিংয়ে বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২০ ১৪:৪৭:৩৮
মাহমুদুল্লাহ, আফিফের দুর্দান্ত ব্যাটিংয়ে বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন ওপেনার ব্যাটসম্যান নাঈম সেখ এবং সৌম্য সরকার। ২৭ রান করে মেহেদী হাসানের বলে প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান। এছাড়া মোহাম্মদ মিঠুন প্যাভেলিয়নে ফিরেছেন মাত্র ৩ রান করে।

সৌম্য সরকার শুরুতে আউট হলেও তাঁকে আবারও ব্যাটিং করার সুযোগ দেন রাসেল ডমিঙ্গো। আবারও নেমে বাঁহাতি এই ওপেনার করেছেন ৭০ বলে ৬০ রান। এছাড়াও হাফ সেঞ্চুরি তুলে দিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন।

৭ টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৬৪ রান করে অবসরে যান আফিফ হোসেন। আর মাহমুদউল্লাহ রিয়াদ অবসরে গিয়েছেন ৬২ রানে। মেহেদি মিরাজ অপরাজিত ছিলেন ১৭ রানে। লাল দলের হয়ে শরিফুল একটি এবং মেহেদি নেন ২ উইকেট।

প্রস্তুতি ম্যাচের পর আগামী ২৩ মে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৮ মে। সব কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২:৩০ মিনিটে।

বিসিবি লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বিসিবি সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ