ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকারি চাকরিজীবীদের জন্য তিন দিনের ছুটি

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ০৬ ১৩:৪৬:১৮
সরকারি চাকরিজীবীদের জন্য তিন দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের মে মাস যেন সরকারি চাকরিজীবীদের জন্য হয়ে উঠেছে স্বস্তির সুবাসে ভরা এক আনন্দময় সময়। মাসের শুরুতেই যেমন মিলেছিল টানা ছুটি, তেমনি মাঝামাঝিতেও অপেক্ষা করছে আরেকটি স্বস্তির বিরতি।

আগামী ১১ মে, রোববার, উদযাপিত হবে বুদ্ধ পূর্ণিমা। এই পবিত্র দিবস উপলক্ষে সারাদেশে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। কিন্তু সেখানেই শেষ নয়—তার আগের ৯ ও ১০ মে যথাক্রমে শুক্র ও শনিবার, নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন। ফলে কর্মজীবীরা পাচ্ছেন একটানা তিন দিনের ছুটি, যা তাদের ব্যস্ত জীবনে এক চমৎকার বিশ্রামের সুযোগ এনে দিচ্ছে।

মাসের শুরুতেও ছিল ছুটির আনন্দ

এর আগেও ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবসে সরকারি ছুটি ছিল বৃহস্পতিবার। এরপরের ২ ও ৩ মে ছিল শুক্র ও শনিবার—ফলে মে মাসের সূচনাতেও উপভোগ করেছেন টানা তিন দিনের ছুটি। অফিসের টেবিলের কাজ ফেলে অনেকেই তখন পরিবার বা প্রিয়জনদের সঙ্গে কাটিয়েছেন একটানা সময়।

নিয়মকানুনের ভেতরে বিশ্রামের ছন্দ

যদিও এই সাধারণ ছুটির সঙ্গে নৈমিত্তিক ছুটি যুক্ত করার নিয়ম নেই, তবুও কেউ চাইলে অর্জিত ছুটি কিংবা ঐচ্ছিক ছুটি নিয়ে দীর্ঘ ছুটির পরিকল্পনা করতে পারেন। এতে করে কয়েক দিনের ভ্রমণ, আত্মীয়দের সঙ্গে দেখা কিংবা নিজের জন্য একটু প্রশান্তি খুঁজে নেওয়ার সুযোগ তৈরি হয়।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, কিছু প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ ব্যাংক কিংবা জরুরি সেবাদানকারী সংস্থা—তাদের ছুটির বিষয়ে নিজস্ব নিয়ম রয়েছে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনায় আলাদাভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।

ছুটির মাঝে জীবনে খানিকটা প্রশান্তি

অফিসের কোলাহল, সভা-সেমিনার আর কাজের চাপের ভিড়ে মে মাস যেন হয়ে উঠেছে এক টুকরো প্রশান্তির আকাশ। যারা একটু দূরে কোথাও বেড়াতে যেতে চান, কিংবা ঘরে বসেই প্রিয় বই আর চায়ের কাপে সময় কাটাতে চান—সবার জন্যই মে মাসের এই ছুটির রেশ যেন এক মিষ্টি স্বস্তির খবরে পরিণত হয়েছে।

জাকারিয়া ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ