ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

দলের জন্য আমাকে দায়িত্ব নিতেই হবে : আফিফ হোসেন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ আগস্ট ০৫ ১২:০৮:৫৩
দলের জন্য আমাকে দায়িত্ব নিতেই হবে : আফিফ হোসেন

২১ বলে ২২ রান করেন নুরুল আর ৩১ বলে ম্যাচ জয়ী ৩৭ রান করেন আফিফ। তার ইনিংসে ৫ চারের সাথে একটি ছয়ের মারও ছিলো। পুরস্কার স্বরুপ ম্যাচ সেরার উপহার আফিফের হাতেই ওঠে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানিয়েছেন ম্যাচে শেষ পর্যন্ত টিকে থাকাই ছিল তার প্রধান লক্ষ্য।

“আমার মাথায় ছিল যে শেষ পর্যন্ত মাঠে থাকতে হবে এবং রিকোয়ার রেট যাই হোক না কেন আমি সেটি তোলার চেষ্টা করব। রিকোয়ার রেট হাতের নাগালে ছিল, আমাদের হাতে উইকেট রাখার দরকার ছিল। এটাই আমাদের পরিকল্পনা ছিল। সোহান ভাইও দারুণ খেলেছেন। এইজন্য আমার ওপর চাপ পড়েনি।”

দলে সব সময় দায়িত্ব নিয়ে খেলতে ভালোবাসেন আফিফ হোসেন। তবে তিনি তরুণ ক্রিকেটার নাকি সিনিয়র ক্রিকেটার এটা কোন সময় মাথায় রাখেন না। নিজেই কাজটিকেই দায়িত্ব মনে করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, “আমি তরুণ নাকি অন্য কিছু সেটি কোনো বিষয় না, আমাকে দলের জন্য আমাকে দায়িত্ব নিতেই হয়। এটিই আমার কাজ।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ