ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

৩৯ দেশে ভিসা ছাড়াই পারবে বাংলাদেশিরা, পাসপোর্ট র‌্যাংকিংয়ে অগ্রগতি

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ২৪ ১৪:১০:৫৯
৩৯ দেশে ভিসা ছাড়াই পারবে বাংলাদেশিরা, পাসপোর্ট র‌্যাংকিংয়ে অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত সর্বশেষ ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’ অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ রয়েছে ৯৪তম অবস্থানে। গত বছর এই অবস্থান ছিল ৯৭তম।

এই সূচকে র‌্যাংকিং নির্ধারণ করা হয় কোন দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে আগাম ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতে। এবার বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই অথবা বিমানবন্দরে পৌঁছে অন অ্যারাইভাল সুবিধায় প্রবেশ করতে পারবেন।

বিশ্লেষকেরা বলছেন, এটি একটি ইতিবাচক অগ্রগতি। কারণ ভিসা ফ্রি ভ্রমণের সুযোগ বাড়লে আন্তর্জাতিক পর্যায়ে নাগরিকদের চলাচল, বাণিজ্যিক কার্যক্রম ও পর্যটনে অংশগ্রহণ সহজ হয়।

যেসব দেশে যেতে পারবেন ভিসা ছাড়া

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ছাড়াই বা অন অ্যারাইভাল সুবিধায় প্রবেশযোগ্য ৩৯টি দেশের তালিকায় রয়েছে:

ভিসামুক্ত দেশ:

বাহামা, বার্বাডোজ, ভুটান, ডমিনিকা, ফিজি, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মাইক্রোনেশিয়া, নুউয়ে, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, গাম্বিয়া।

অন অ্যারাইভাল ভিসার দেশ:

বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, কুক আইল্যান্ড, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মন্টসেরাত, মোজাম্বিক, নেপাল, রুয়ান্ডা, সামোয়া, সিচিলিস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু, ভানুয়াতু।

ই-ভিসা সুবিধাপ্রাপ্ত কিছু দেশেও সহজ প্রবেশাধিকার রয়েছে, তবে সেসবের জন্য পূর্ব আবেদন বাধ্যতামূলক।

বিশ্বের শীর্ষে কোন দেশ?

২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে এককভাবে শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা এখন বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। গত বছর শীর্ষে ছিল ছয়টি দেশ—সিঙ্গাপুর, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন।

বাংলাদেশের অবস্থান অনেক পিছিয়ে থাকলেও অগ্রগতি ধরে রাখা গেলে ভবিষ্যতে আরও দেশের সঙ্গে ভিসা ফ্রি বা অন অ্যারাইভাল সুবিধা নিয়ে চুক্তির সম্ভাবনা রয়েছে।

যেসব দেশে অন অ্যারাইভাল বা ই-ভিসার সুবিধা দেওয়া হয়, সেসব দেশের নিয়ম, মেয়াদ এবং শর্তাবলি ভ্রমণের আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। কারণ অনেক ক্ষেত্রে এই সুবিধাগুলো সীমিত মেয়াদের জন্য এবং নির্দিষ্ট উদ্দেশ্যে প্রযোজ্য হয়ে থাকে।

জামিরুল ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ