ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপ শুরুর আগেই এলোমেলো হয়ে গেলো শ্রীলঙ্কা দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০২ ১৩:১১:১৩
বিশ্বকাপ শুরুর আগেই এলোমেলো হয়ে গেলো শ্রীলঙ্কা দল

তবে দলে যেকোনো পরিবর্তন আনা যাবে ১০ অক্টোবর পর্যন্ত। সেই সুযোগটিই নিয়েছে শ্রীলঙ্কা। তারা দলে যুক্ত করেছেন আরও পাঁচ জন ক্রিকেটারকে।এসএলসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, লাকশান সান্দাকান ও আসেন বান্দারা- এই পাঁচ জন ক্রিকেটার নতুন করে শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হয়েছেন।

এখন শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে সবমিলিয়ে সদস্য সংখ্যা মোট ২৩ জন। এসএলসি জানিয়েছে, এই ২৩ ক্রিকেটারই বিশ্বকাপ সফরে যাবে।নির্ধারিত সময়ের মধ্যে শ্রীলঙ্কার ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন একজন। স্কোয়াড ঘোষণার পরেই চোট পেয়েছিলেন লাহিরু মাদুশঙ্কা। ফলে বিশ্বকাপ মিশনে আর যাওয়া হচ্ছে না এই ক্রিকেটারের।

উল্লেখ্য, আগামীকাল (৩ অক্টোবর) ওমানের উদ্দেশে দেশ ত্যাগ করবে শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড। শ্রীলঙ্কাকে খেলতে হবে প্রথম রাউন্ড, সেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, নুয়ান প্রদীপ, মহিশ থিকশানা, প্রবীণ জয়বিক্রম, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, লাকশান সান্দাকান ও আসেন বান্দারা।

সংরক্ষিত খেলোয়াড় : অকিলা ধনঞ্জয়া, পুলিনা থারাঙ্গা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ