ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সাকিবকে অবহেলা করায় কলকাতাকে উপযুক্ত জবাব দিলেন : আকাশ চোপড়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০২ ১৪:৫৮:৪৫
সাকিবকে অবহেলা করায় কলকাতাকে উপযুক্ত জবাব দিলেন : আকাশ চোপড়া

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রাসেলের জায়গায় বিদেশি কোটায় নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে নেয় নাইট রাইডার্স। সেদিন তার কলকাতার জার্সিতে অভিষেক হয়েছিল। পাঞ্জাবের বিপক্ষেও বিদেশি কোটায় আরও এক কিউই ক্রিকেটারের অভিষেক হয়েছে! তিনি টিম সেইফার্ট। এমতাবস্থায় সমর্থক মহলে দেখা দিয়েছে অসন্তোষ।

অনেক ক্রিকেট বোদ্ধাও সাকিবকে এই অবহেলা করা ভালোভাবে গ্রহণ করেননি। যেমন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তিনি পরপর দুই কিউই ক্রিকেটারের ‘অভিষেক’ নিয়ে টুইটারে আক্ষেপ করে লিখেছেন, ‘সাকিব যদি শুধু কিউই হতো…।’ কমেন্টে বহু ক্রিকেটপ্রেমী আকাশকে সমর্থন দিয়েছেন। আবার অনেকে তর্কযুদ্ধেও নেমেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ