ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

জাতীয় দলে তুষারকে খেলানো নিয়ে নতুন বার্তা দিলেন দলের নির্বাচক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০২ ১৯:১৭:৩১
জাতীয় দলে তুষারকে খেলানো নিয়ে নতুন বার্তা দিলেন দলের নির্বাচক

রাজ্জাক দীর্ঘদিন ধরে তুষার ইমরানের সঙ্গে খেলছেন। দুজন এনসিএলে উদ্বোধনী বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। রাজ্জাক খেলা ছেড়ে দিয়ে নির্বাচক হন। ৩৭ বছর বয়সী তুষার এখনও খেলছে। অভিযোগের ভিত্তিতে রাজ্জাক তুষার ইমরানের উদাহরণ দিয়েছেন। তিনি এটা স্পষ্ট করতে চেয়েছিলেন যে তার বয়সের পেছনের মানুষগুলো গুরুত্বপূর্ণ নয়।

আজ (শনিবার) মিরপুরে সংবাদমাধ্যমকে রাজ্জাক বলছিলেন, ‘কেউ এটা মনে করে থাকলে ভুল হবে। আমাদের পারফরম্যান্স এনসিএল, বিসিএল, ডিপিএল আর এখন বিপিএলে। এখানে যারা পারফর্ম করে সাধারণত তারাই থাকে। তারপরও সন্দেহ থাকার কথা না। এমন কিছু হতে পারে- কিছু খেলোয়াড় থাকে, যারা প্রথম শ্রেণির ক্রিকেটেই শুধু খেলছে। তুষার ইমরানের কথা ধরুন, ভালো খেলছে, কিন্তু এখন কি ওকে নেওয়া সম্ভব? এসব অভিযোগ থাকবে। এ নিয়ে চিন্তার কিছু নেই।’

সঙ্গে যোগ করেন রাজ্জাক, ‘মূল ব্যাপার হল- যাদের নিয়ে জাতীয় দল চিন্তা করছেন তাদের ঠিক পথে নিতে পারছি কি না। আমরা চাই সব খেলোয়াড় টুর্নামেন্টগুলো খেলুক। বেশি খেললে নিজের কাছেও পরিস্কার থাকবে। জাতীয় দলে কিছু জায়গা থাকে একদম পাকাপোক্ত। ঐ জায়গাতে কাউকে আসতে হলে অসাধারণ পারফরম্যান্স করে আসতে হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যদি অভিযোগ করে থাকে, হয়ত এরকম ব্যাপার।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ