ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ম্যাচ শেষের আগ মূহুর্তে রোনালদোর সামনেই তাকে নকল করলেন এভারটন তারকা, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০২ ২১:০১:৩৩
ম্যাচ শেষের আগ মূহুর্তে রোনালদোর সামনেই তাকে নকল করলেন এভারটন তারকা, দেখেনিন ফলাফল

ইংলিশ প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে ইউনাইটেড। এর আগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে তারা হেরেছিলো ০-১ গোলে। এবার এভারটনের সঙ্গে তারা ড্র করলো ১-১ গোলে। দুটি ম্যাচই নিজেদের ঘরের মাঠে খেলেছে ইউনাইটেড।

রোনালদোকে ছাড়া খেলতে নেমে প্রথমার্ধে বেশ কিছু গোলের সুযোগ হাতছাড়া করে রেড ডেভিলরা। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে দলকে এগিয়ে দেন অ্যান্থনি মার্শাল। ম্যাচের ৪৩ মিনিটের সময় ব্রুনো ফার্নান্দেজের এগিয়ে দেয়া বল ধরে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মার্শাল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৭ মিনিটের সময় একমাত্র ফরোয়ার্ড হিসেবে শুরু করা এডিনসন কাভানিকে তুলে নিয়ে রোনালদোকে নামান ইউনাইটেড কোচ। প্রিমিয়ার লিগে রোনালদোর এটি ২০০তম ম্যাচ। কিন্তু সে অর্থে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদো। দুর্দান্ত ফর্মে থাকলেও এদিন গোল পাননি তিনি।

ম্যাচের ৬৫ মিনিটের সময় উল্টো সমতা ফেরায় এভারটন। পাল্টা আক্রমণ থেকে সতীর্থের পাস ধরে জোরালো শটে স্কোরলাইন ১-১ করেন টাউনসেন্ড। গোল করেই রোনালদোর ট্রেডমার্ক সেলিব্রেশনটি করেন এ ইংলিশ মিডফিল্ডার। যদিও পরে জয়সূচক গোল আর পায়নি এভারটন।

রোনালদোর সামনে সুযোগ এসেছিলো ইউনাইটেডকে জেতানোর। ম্যাচের ৭৫ মিনিটে জেডন সানচোর সঙ্গে বল দেয়া-নেয়া করে ভালো জায়গায় পৌঁছে যান তিনি। কিন্তু দূরহ কোণ থেকে নেয়া রোনালদোর শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে। বাকি সময়ে আর গোল পায়নি ইউনাইটেড।

এ ড্রয়ের পর সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে সমান পয়েন্ট এভারটনেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান চতুর্থ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ