ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ব্রেকিং নিউজ: কলকাতার অধিনায়ক হিসেবে মরগানকে বাদ দিয়ে যাকে দেখতে চান আকাশ চোপরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৩ ১২:১৪:৩১
ব্রেকিং নিউজ: কলকাতার অধিনায়ক হিসেবে মরগানকে বাদ দিয়ে যাকে দেখতে চান আকাশ চোপরা

কলকাতা নাইট রাইডার্সের একাদশে যে চারজন বিদেশি ক্রিকেটার নিয়মিত খেলে যাচ্ছেন তাদের মধ্যে একজন হুলে অধিনায়ক ইয়ন মরগান। যিনি কিনা গোটা আসরে এক ম্যাচে ৪৭ রানের ইনিংস খেললেও তিন ম্যাচে ডাক সহ ১২ ম্যাচে মোট রান করেছেন ১০৯। সর্বশেষ পাঁচ ম্যাচে আবার মরগানের নামের পাশে মোট ১৫ রান নিয়েও একাদশে অধিনায়ক হিসবেই থাকছেন!

মরগানের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা উঠেছিল আইপিএলের শুরুর দিকেই। তবে দলটিতে সাকিব আল হাসানের মত বিশ্বসেরা অলরাউন্ডার থাকতে কেন এমন বাজে সিদ্ধান্ত কলকাতার টিম ম্যানেজমেন্টের সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ক্রিকেট ভক্তরাও।

কলকাতার সহকারী কোচ সম্প্রতি জানিয়েছিলেন একাদশে সাকিব আল হাসানকে চান না দলটির অধিনায়ক ইয়ন মরগান। যার কারনে একাদশের বাইরে কাটাতে হচ্ছে তাকে। তবে এসব সমালোচনা ছাপিয়ে সাকিব আল হাসানকে কলকাতার অধিনায়ক হিসেবে একাদশে ফেরানো হোক এমন দাবি করেছেন ভারতের সাবেক ক্রিকেট ও বর্তমানে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপরা।

এই ক্রিকেট বিশ্লেষক টুইটারে করা একটি পোস্টে দাবি করেছেন সাকিবকে অধিনায়ক করার। ইয়ন মরগানের অধিনায়কত্বে কলকাতার এমন অবস্থাকে হতাশাজনক ও বেপরোয়া বলেও মন্তব্য করেছেন তিনি।

আকাশ চোপরা ওই টুইটারে লেখেন, ‘’হতাশাজনক সময়, বেপরোয়া ব্যবস্থা। কেকেআর কি সাকিবকে বাকি ম্যাচের অধিনায়ক করার চিন্তা করতে পারে? মরগানের বিপক্ষে কিছুই নেই কিন্তু যদি রান না আসে, তারা কেবল তা নয়। সেরা খেলোয়াড়দের ক্ষেত্রে ঘটতে পারে। সাকিব তার ব্যাটিংয়ের পাশাপাশি কয়েক ওভার বলও করতে পারতেন। ভাবুন?’’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ