ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মেসি, নেইমার, এমবাপের পর এবার আরেক তারকা ফুটবলারকে দলে ভেড়াতে চলেছে পিএসজি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৩ ১৩:৪৮:১৫
মেসি, নেইমার, এমবাপের পর এবার আরেক তারকা ফুটবলারকে দলে ভেড়াতে চলেছে পিএসজি

ইতোমধ্যে পগবার এজেন্ট মিনো রাইওলার সাথে আলোচনা শুরু করে দিয়েছে ম্যানইউ। ক্লাবটি নতুন চুক্তিতে সেন্ট্রাল মিডফিল্ডারকে সপ্তাহে ৪ লাখ ডলার বেতন দিতে চায়, বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৪২ লাখ ৫৬ হাজার টাকা। ম্যানইউ কর্তৃপক্ষের বিশ্বাস, তাদের এই প্রস্তাবে রাজি হবেন রাইওলা।

গত মৌসুমের শেষদিকে গুঞ্জন উঠেছিল, ম্যানইউতে ভালো নেই পগবা। তাই ছাড়তে চান ক্লাব। অবশ্য ঘটনার মোড় পাল্টে যেতে খুব বেশি সময় লাগেনি। চলতি মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো, রাফায়েল ভারানে, জ্যাডন সানচোসহ আরও বেশ কয়েকজন নামিদামি মুখ যোগ দিয়েছেন ম্যানইউতে। কিছুদিন আগে ২৮ বছর বয়সী ফুটবলার তো বলেই দিয়েছেন, নতুন সতীর্থদের সাথে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।

নিয়ম অনুযায়ী, আগামী জানুয়ারিতে থেকেই যেকোন ক্লাবের সাথে আলোচনার টেবিলে বসতে পারবেন পগবা। দুই পক্ষ একমতে পৌঁছালে চুক্তি স্বাক্ষর হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্লাবকে কোন ট্রান্সফার ফির গেড়াকলে পড়তে হবে না।

ম্যানইউকে হতাশ করতে পারে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি। পগবার সাথে চুক্তি করতে ওৎ পেতে বসে আছে ফরাসি লিগ ওয়ানের প্রভাবশালী দলটি। সবশেষ ট্রান্সফার উইন্ডোতে সময়ের সেরা কয়েকজন পারফর্মারকে নিয়ে দল ভারী করেছে তারা। এবার তাদের নজর পড়েছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের দিকে।

পিএসজির মালিক শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি। দলের জন্য খেলোয়াড় কিনতে অর্থের দিকে তাকিয়ে দেখেন না কাতারের এই আমির। ইউরোপিয়ান সংবাদমাধ্যমের দাবি, প্রতি সপ্তাহে পগবাকে ৫ লাখ ১০ হাজার ডলার বেতন দিতে প্রস্তুত ২০১৯-২০ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের রানার্সআপরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ