ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

তামিমদের জন্য পাল্টে গেলো ইপিএলের সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৩ ১৭:১৮:০০
তামিমদের জন্য পাল্টে গেলো ইপিএলের সূচি

৩ ম্যাচ শেষে ভাইরাহাওয়ার পয়েন্ট ৪। এর আগে দলটির আরও একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তামিমরা একটি ম্যাচে জয় পেয়েছেন, অপরটি হয়েছে টাই। বদলে যাওয়া সূচি অনুযায়ী, ভাইরাহাওয়া লিগ পর্বে খেলবে আরও দুটি ম্যাচ। ৪ অক্টোবর দলটি খেলবে চিতন টাইগার্সের বিপক্ষে।

৫ অক্টোবর রিজার্ভ ডে-তে কাঠমান্ডু কিংস একাদশের বিপক্ষে লড়বে ভাইরাহাওয়া। ৬ অক্টোবর শুধু প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তামিমদের শিডিউল-বিপর্যয়ের প্রভাবে এদিন অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচও। ৭ অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের পর ৯ অক্টোবর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এভারেস্ট প্রিমিয়ার লিগের এবারের আসরের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ