নেইমার-মিনার ঝগড়া

ব্রাজিল তারকা নেইমার ও কলম্বিয়ান ডিফেন্ডার ইয়ারি মিনার মধ্যকার মাঠের শারীরিক যুদ্ধ তেমনই ধারাবাহিক ঝগড়া নাটকে রূপ নিয়েছে। গত সোমবার যেমন মঞ্চস্থ হলো নেইমার-ইয়ারি মিনার ধারাবাহিক ঝগড়া নাটকের দ্বিতীয় পর্ব!
সোমবার (বাংলাদেশ সময় ভোর রাতে) দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইয়ারি মিনার কলম্বিয়া ও নেইমারের ব্রাজিল। কলম্বিয়ার বারানকুইলারে এস্তাদিও মট্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল একেবারেই ম্যাড়মেড়ে।
আগের ম্যাচেই বিশ্বকাপ বাছাইয়ে টানা ১০ জয়ের বিশ্ব রেকর্ড গড়া ব্রাজিলকে গোলশূন্য রুখে দেয় কলম্বিয়া। গোলহীন ম্যাচটিতে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছিল নেইমার ও ইয়ারি মিনার ওই ব্যক্তিগত ঝগড়া-যুদ্ধ!
দুজনেই যেন একে অন্যের প্রতি পূর্বের রাগ-ক্ষোভ-ঘৃণা মনের কোণে সযত্মে লালন করে পরবর্তী সাক্ষাতের অপেক্ষায় ছিলেন! সোমবার যখন সেই সাক্ষাৎ উপলক্ষ পেয়ে যান, দুজনেই যেন শত্রুতায় শান দিয়ে নেমেছিলেন। বল দখলের লড়াইয়ে মুখোমুখি হলেই দুজনে লিপ্ত হয়েছেন বাগ-বিতণ্ডায়।
মেজাজ সপ্তমে চড়িয়ে কখনো ধাক্কাধাক্কিতেও লিপ্ত হয়েছেন। তবে তাদের বিরতিহীন ঝগড়ার সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল, তেড়ে-ফুড়ে মুখে-মুখ লাগিয়ে উতপ্ত বাক্য-বিনিময়।
নেইমার বড় তারকা। বয়সেও দুই বছরের বড় ব্রাজিল তারকা। কিন্তু ব্যক্তিগত যুদ্ধে বড় বলে প্রতিদ্বন্দ্বীর প্রতি কেউবা বিনয়ী হয়। ইয়ারি মিনাও নেইমারের প্রতি এতটুকু বিনয় দেখাননি।
বরং দীর্ঘদেহী কলম্বিয়ান ডিফেন্ডার বারবারই নেইমারের দিকে তেড়ে গিয়ে নিজের শারীরিক শক্তির প্রদর্শনী করেছেন! নেইমারও পিছিয়ে থাকেননি। যদিও তিনি শারীরিক শক্তিতে প্রতিপক্ষের তুলনায় অনেকটাই পিছিয়ে। দুজনের আগ্রাসী মনোভাব দেখে মনে হয়েছে, তারা ঝগড়ার পূর্ব প্রস্তুতি নিয়েই নেমেছিলেন মাঠে।
পূর্বের শত্রুতার ঝাল মেটাতে হবে না! তাদের সেই একে অন্যের প্রতি ঝাল মেটানোর যুদ্ধ থামাতে কখনো রেফারিকে এগিয়ে আসতে হয়েছে। কখনো নিজ নিজ দলের সতীর্থরা তাদের নিবৃত করেছেন। কখনো বা ‘যত যর্জে তত বর্ষে না’ প্রবাদকে যথার্থতা প্রমাণ করে নিজেরাই পিছু হটেছেন সম্ভাব্য বড় যুদ্ধ হতে!
২৯ বছর বয়সী নেইমার ও ২৭ বছর বয়সী ইয়ারি মিনার এই ব্যক্তিগত যুদ্ধের প্রথম পর্বটা মঞ্চস্থ হয় গত জুনে। কোপা আমেরিকার ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও কলম্বিয়া। সেই ম্যাচেই প্রথম বারের মতো একে অন্যের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন তারা। সেই রাগ-ক্ষোভ জিঁইয়ে রেখে সোমবার মঞ্চস্থ করলেন দ্বিতীয় পর্ব। এবার অপেক্ষা তাদের ঝগড়া ধারাবাহিকের তৃতীয় পর্বের জন্য।
ভাগ্য ভালো থাকলে ফুটবলপ্রেমীদের সেই অপেক্ষা ফুরোতে পারে আগামী ১১ নভেম্বরই। সেদিনই যে আবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-কলম্বিয়া। চোট উড়ে এসে জুড়ে না বসলে দুজনেই ম্যাচের জন্য নিজ নিজ দলে জায়গা পাবেন, এটা নিশ্চিত।
আর স্কোয়াডে থাকলে দুজনের মাঠে নামাও নিশ্চিত। নেইমার-ইয়ারি মিনার চলমান ‘ঝগড়া ধারাবাহিকে’র তৃতীয় পর্ব দেখতে হলে ফুটবলপ্রেমীদের একটাই প্রাথর্না করতে হবে, দুজনের কেউ যেন চোটে না পড়েন!
দুজনের এই ধারাবাহিক ঝগড়ায় কার দায় বেশি, সেটা নিরূপণ করা সত্যিই দুরূহ। হয়তো কারো পক্ষে সেটা নিরূপণ করা সম্ভবও না। কারণ, ফুটবল মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদে জড়ানোর বদ-অভ্যাস দুজনেরই আছে। যদিও প্রতিপক্ষকে তেড়ে-ফুড়ে মারতে যাওয়া, নেইমারের শত্রুরাও নেইমারের বিরুদ্ধে এমন অভিযোগ করতে পারবেন না।
তবে ইয়ারি মিনা অতীতেও নিজের এই বদ-রূপটা বিশ্ববাসীকে দেখিয়েছেন। প্রথম দেখিয়েছেন ২০১৮ বিশ্বকাপে, ইল্যান্ডের বিপক্ষে। বল দখলের লড়াইয়ে ইংল্যান্ডের এক খেলোয়াড়ের সঙ্গে তুমুলভাবে বেঁধে যায় তার।
ঘটনা হাতাহাতির পর্যায়ে পৌঁছেছিল। মজার ব্যাপার হলো, ওই ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পরপরই ইয়ারি মিনা বার্সেলোনা ছেড়ে যোগ দেন ইংলিশ ক্লাব এভারটনে। বর্তমানেও এভারটনেই খেলছেন তিনি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনে নিন সূচি
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোল বন্যা, ৯০ মিনিটের খেলা শেষ
- নারী এশিয়ান কাপ বাছাইপর্ব পয়েন্ট টেবিল: গ্রুপ সি-তে উড়ছে বাংলাদেশ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: প্রথম ওয়ানডেতে লড়াকু টার্গেট দিল শ্রীলঙ্কা
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ৭ গোলে শেষ হলো প্রথমার্ধ
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- বিনিয়োগকারীদের জন্য ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
- আল-হিলাল বনাম ফ্লুমিনেন্স: নাটকীয়ভাবে শেষ হলো কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ম্যাচ প্রিভিউ, পরিসংখ্যান ও ম্যাচ শুরুর সময়
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার-ফাইনাল: ১-০ গোলে প্রথমার্ধ শেষ
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার ফাইনাল: শেষ হলো ৯০ মিনিটের খেলা
- জেতা ম্যাচ হেরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: সরাসরি ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে