ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পাওয়ার প্লে-তেই ফাইনালের সুবাস পাচ্ছে কলকাতা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৩ ২২:৩৭:৫২
পাওয়ার প্লে-তেই ফাইনালের সুবাস পাচ্ছে কলকাতা

চেন্নাইয়ের কাছে হারটা দিল্লির কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে সেই ধাক্কা কাটাতে তারা হয় ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। না হলে আত্মবিশ্বাসে চিড় ধরলে কিন্তু ব্যাকফুটে থাকবে তারা। নাইট রাইডার্সের ক্ষেত্রে আবার উল্টো বিষয়। জিতে তারা আত্মবিশ্বাসে টগবগ করছে। তবে আত্মবিশ্বাসের জায়গায় যদি আত্মতুষ্টি কাজ করে, তা হলে কিন্তু চাপে পড়তে হবে কলকাতার টিমকে।

আবেশ খানের ওভারে ৯ রান নিল কলকাতা। ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫১ রান তাদের। ২০ বলে ৩১ রান করেছেন আইয়ার। গিলের সংগ্রহ ১৬ বলে ১৭ রান।

রাবাডার ওভারে ১২ রান নিল কলকাতা। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪২ রান কেকেআর-এর। ১৪ বলে ১৬ রান গিলের। আইয়ার করেছেন ১৬ বলে ২৩ রান।

অক্ষর প্যাটেলের এই ওভারে ৯ রান নিল কলকাতা। ৪ ওভারে ৩০ রান কেকেআর-এর। ১৩ বলে ১৭ রান আইয়ারের। ১১ বলে ১৩ রান গিলের।

এই ওভারে ৬ রান নিল কলকাতা। ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২১ রান কলকাতার। ৮ বলে ১১ রান গিলের। ১০ বলে ১০ রান আইয়ারের।

দ্বিতীয় ওভারে ৯ রান হল কলকাতার। ২ ওভারে ১৫ রান করেছে গিল-আইয়ার জুটি। ৮ বলে ৮ রান ভেঙ্কটেশ আইয়ারের। ৪ বলে ৭ রান শুভমন গিলের।

ভেঙ্কটেশ আইয়ার (২ বলে ৫ রান) এবং শুভমন গিল (৪ বলে ১ রান) প্রথম ওভারে ৬ রান করেছে। একটি চার মেরেছিলেন শুভমন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ