ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

শুধু ক্রিকেট বিশ্ব নয় বাংলাদেশের খুদে লেগ-স্পিনারে অবাক শচীনও

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৪ ২২:৩৭:০৭
শুধু ক্রিকেট বিশ্ব নয় বাংলাদেশের খুদে লেগ-স্পিনারে অবাক শচীনও

তার লেগ স্পিন ব্যাটারকে ফাঁকি দিয়ে উড়িয়ে দিচ্ছে স্টাম্প। একই সঙ্গে দুই দিকেই বল স্পিন করাতে পারদর্শী এই শিশুর ভিডিও কিছুদিন আগে শেয়ার দেন সাবেক টাইগার অধিনায়ক শাহারিয়ার নাফিস।

সেই সাদিদের লেগ স্পিন এবার অবাক করল ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও। সাদিদের বোলিংয়ের ভিডিওটি ফেসবুক পেইজে আপলোড করেছেন সাবেক এই তারকা ক্রিকেটার।

ভিডিওর সঙ্গে লিখেছেন, ‘ওয়াও! ভিডিওটি আমি আমারে এক বন্ধুর থেকে পেয়েছি। এটা সত্যিই অসাধারণ। খেলার প্রতি এই ছোট্ট শিশুটির ভালোবাসা এবং আবেগ একেবারেই স্পষ্ট।’

শচীনের শেয়ারের পর সাদিদের বোলিংয়ের ভিডিও মুহুর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। শেয়ারের মাত্র ১ ঘন্টায় দেখা হয়েছে ১.৩ মিলিয়ন বার। অনেকে সেখানে মন্তব্য করেছেন, সঠিক পরিচর্যা পেলে হয়ে সাদিদ উঠতে পারেন বড় তারকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ