ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ক্রিকেট ইতিহাসের ১ম ক্রিকেটার হিসেবে ট্রিপুল সেঞ্চুরি করলেন ধোনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৫ ২২:১৩:৩৬
ক্রিকেট ইতিহাসের ১ম ক্রিকেটার হিসেবে ট্রিপুল সেঞ্চুরি করলেন ধোনি

আজকের ম্যাচের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে ৩০০তম টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিতে চলেছেন ধোনি। এখন পর্যন্ত তার জয়ের শতকরা হার ৫৭.৭৯। এছাড়া ৪০ বছরের পর কোনো ফাইনালে নেতৃত্ব দেওয়া দ্বিতীয় অধিনায়কও হচ্ছেন তিনি। প্রথমজন ভারতীয় ক্রিকেটের আরেক কিংবদন্তি, রাহুল দ্রাবিড়। তিনি ২০১৩ চ্যাম্পিয়ন্স লিগে নেতৃত্ব দিয়েছিলেন।

সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ধোনির পরই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। তিনি মোট ২০৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ধোনি ও স্যামি ছাড়া আর কেউ ২০০টির বেশি টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দেননি। অর্থাৎ, টি-২০ ম্যাচে ধোনিই সবচেয়ে বেশি নেতৃত্ব দেওয়া অধিনায়ক।

ধোনি দেশের হয়ে ৭২টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মাঝে ভারত ৪১ বার জিতেছে, হেরেছে ২৮ বার। এছাড়া ১ বার টাই ও ২ বার ফলাফল হয়নি। এর পাশাপাশি চেন্নাইকে ২১৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহি। এর মাঝে জিতেছেন ১৩০ ম্যাচে, হার ৮১ ম্যাচে। রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। এ সময় ৫বার জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।

চেন্নাই যদি এবারের আইপিএল শিরোপা জিততে পারে, তাহলেও এক অনন্য রেকর্ড হবে। বিশ্বের প্রথম টি-২০ ফ্র্যাঞ্চাইজি হিসাবে তিনটি পৃথক দশকে একটি করে খেতাব জয়ের নজির গড়বে তারা। ২০১০ সালে আইপিএল খেতাব জয়ের পর ২০১১ ও ২০১৮ সালে শিরোপা জেতে চেন্নাই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ