ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ফাইনালে ব্যার্থ সাকিব, শিরোপা হাত ছাড়া হওয়ার পর যা বললেন মরগান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৬ ১০:৫৯:১৪
ফাইনালে ব্যার্থ সাকিব, শিরোপা হাত ছাড়া হওয়ার পর যা বললেন মরগান

সঙ্গীকে হারিয়ে অবশ্য থেমে থাকেননি প্লেসিস। ফার্গুসন, বরুণদের উপর স্ট্রিমরোলার চালিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। ১৫ বলে ৩১ রানের ইনিংস খেলে রবিন উথাপ্পা সাজঘরে ফেরত গেলে মঈন আলি খেলেন ২০ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংস।

শেষ বলে সাজঘরে ফিরে যাবার আগে ৫৯ বল মোকাবেলায় ৩টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে ৮৬ রানের ইনিংস খেলেন ফাফ ডু প্লেসিস। নির্ধারিত ২০ ওভারে চেন্নাই থামে ১৯২ রানে।

জবাবে খেলতে নামা কলকাতা নাইট রাইডার্স রানপাহাড় টপকাতে পারেনি। শুরুটা ভালো করলেও মাঝপথেই তাসের ঘরে পরিণত হয় নাইটদের ব্যাটিং অর্ডার। দুই ওপেনার শুবম্যান গিল খেলেন ৫১ রানের ইনিংস ও ভেঙ্কেটেশ আইয়ার খেলেন ৫০ রানের ইনিংস। এছাড়া মিডল অর্ডারে কোনো ব্যাটসম্যান নিজেদের রান দুই অঙ্কের ঘরে না নিতে পারলেও শেষের দিকে শিভাম মাভি ও লকি ফার্গুসন লড়াই চালিয়েছিলেন।

তবে তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। নির্ধারিত ২০ ওভারে নাইটইদের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানে। ফলে তারা ম্যাচ হারে ২৭ রানে। কলকাতাকে হারিয়ে আইপিএলে নিজেদের চতুর্থ শিরোপা জিতে নিল চেন্নাই সুপার কিংস।

এদিকে ম্যাচ হারের পর নাইট অধিনায়ক ইয়ন মরগান দলের ক্রিকেটারদের প্রশংসা করেছেন। বিধ্বস্ত মনে হতাশাটাও ছিল তার কন্ঠে স্পষ্ট।

মরগান বলেন, ‘’টুর্নামেন্টে আমরা যে লড়াই করেছি তার জন্য অত্যন্ত গর্বিত। আমাদের এই লড়াই মাইলফলক হয়ে থাকবে। আমাদের দলের মালি শাহরুখ, ভেনকি অসাধারণ।

আত্মবিশ্বাস নিয়ে আমাদের দলের ক্রিকেটাররা লড়াই করেছে। আইয়ার এবং গিল চমৎকার করেছে। ভেঙ্কেটেশের জন্য এটা একটা নতুন প্ল্যাটফর্ম। তারা আমাদের ব্যাটিংয়ের ভিত্তি ছিলো। দুঃখজনকভাবে আমাদের ত্রিপাঠির ইনজুরি ছিলো।‘’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ