ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

এখনও ছেড়ে যাইনি : ধোনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৬ ১৫:৫৮:৪১
এখনও ছেড়ে যাইনি : ধোনি

তাহলে ধোনি কি আগামী বছরও হলুদ জার্সি পরে মাঠে নামবেন? এই প্রশ্নের জবাব অবশ্য তিনি দেননি। রাজস্থান রয়্যালসের হয়ে ৩৯ বছর বয়সে শেন ওয়ার্নের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভেঙে দেওয়ার পরে ধোনি বলেন, 'সামনের বছর আমি থাকব কিনা, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর নির্ভর করছে। দুটি নতুন দল যুক্ত হচ্ছে। অনেক নিয়মই বদলে যাবে।'

কিছুদিন আগেও ধোনি বলেছিলেন, চেন্নাইয়ের মানুষ তাকে নিজেদের মাঠে বিদায় জানানোর সুযোগ পাবেন। তার লক্ষ্য যে অনেক দূরের, সেটাও স্পষ্ট করে দিয়ে ধোনি বলেন, 'চেন্নাইয়ের জন্য যেটা ভালো হবে, সেটাই আমরা করব। এটা শুধু আমি খেলব কিনা, তার ব্যাপার নয়। দলকে যাতে সমস্যায় পড়তে না হয়, সেটাই লক্ষ্য। আমাদের এমন একটা দল করে রাখতে হবে, যারা আগামী ১০ বছর এই ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে পারে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ