ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

টাইগারদের বিপক্ষে আগামীকাল মাঠে নামার আগে বাংলাদেশকে চরম অপমান করে যা বললো স্কটল্যান্ড কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৬ ২০:৪৬:২৪
টাইগারদের বিপক্ষে আগামীকাল মাঠে নামার আগে বাংলাদেশকে চরম অপমান করে যা বললো স্কটল্যান্ড কোচ

বার্জারের বিশ্বাস, নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা ঢেলে দিতে পারলে যেকোনো কিছুই করতে পারবে স্কটল্যান্ড।ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বার্জার বলেন, ‘আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারলে যেকোনো দলকেই বিপদে ফেলতে পারি। বিষয়টা ঠিক এমনই সহজ।’

বিশ ওভারের খেলা হওয়ায় এখানে কোনো ফেভারিট দল নেই বলে মনে করেন স্কটিশ কোচ, ‘টি-টোয়েন্টি সংস্করণ সব দলকে এক কাতারে নিয়ে আসে। আমরা আমাদের দলের শক্তির জায়গা সম্পর্কে জানি। যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে যেকোনো দলকেই হারাতে পারবো। সেটা হোক বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউগিনি।’

বাংলাদেশকে ওমান এবং পাপুয়া নিউগিনির সম-শক্তির দল হিসেবেই দেখছেন বার্জার, ‘আমরা মনে করি, বাংলাদেশ পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ভালো দল নয়। গ্রুপ পর্বে প্রত্যেকটা দল আমাদের মুখোমুখি হবে। আমরাই তাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াব। ম্যাচের জন্য তৈরি আছে ছেলেরা।’

নিজেদের ওপর বাড়তি আত্মবিশ্বাস থাকলেও স্কটিশ কোচ এটাও জানেন যে, ম্যাচে সেরাটা দিতে না পারলে ফলাফল অনুকূলে আসবে না, ‘নির্দিষ্ট দিনে যেন আমরা সেরা নৈপুণ্য দেখাতে পারি, আমাদের এ বিষয়টা নিশ্চিত করতে হবে। আমরা স্কটিশ ঢঙে মনোযোগী হতে চাই। একে অন্যকে সহযোগিতা করতে হবে। যেন ম্যাচে সবাই নিজের সেরাটা ঢেলে দিতে পারে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ