ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

স্কটল্যান্ডের কোচের কথার বিপরীতে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৬ ২১:১৯:৪২
স্কটল্যান্ডের কোচের কথার বিপরীতে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। প্রচুর টি-টোয়েন্টি খেললেও পরিসংখ্যান কিংবা শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে পিছিয়েই আছে স্কটিশরা। তবে দলটির কোচ মাঠে নামার আগে দিয়ে রেখেছেন হুঙ্কার।

স্কটল্যান্ডের কোচ শেন বার্জার জানিয়েছেন, বিশ্বকাপের প্রথম পর্বে তিনটি দলকেই সমানভাবে দেখছে তার দল। স্পষ্ট করে এ-ও বলেছেন, ওমান ও পাপুয়া নিউগিনির তুলনায় বাংলাদেশকে আলাদা করে দেখছেন না।

তিনি বলেন, ‘প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে বাংলাদেশকে আমরা পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ওপরে দেখছি না। আমরা জানি, সব দলই জয়ের জন্য আমাদের আক্রমণ করবে। তবে গ্রুপে আমরাই তাদের সবার জন্য বড় প্রতিপক্ষ হব। আমরা প্রস্তুত।’

স্কটিশদের এই মনোভাব অবশ্য যুদ্ধের আবহ ছড়াতে পারেনি বাংলাদেশ দলে। বরং বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ যেন স্কটল্যান্ডের কাঁটার বিপরীতে ছুঁড়ে দিলেন একগুচ্ছ গোলাপ। জানালেন, বিনয় নিয়েই প্রথম পর্ব খেলতে চায় তার দল।

রিয়াদ বলেন, ‘উনি কী বলেছেন এটা নিয়ে আমি খুব একটা ভাবছি না। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। আশা করি দল হিসেবে আমরা সেরাটাই মাঠে দিব। আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু থাকবে আমরা ততটুকু মাঠে দিবই। প্রতিটি দলকেই সমানভাবে সম্মান করি। আমরা বিনয়ী থাকতে চাই।’

রিয়াদ জানান, আপাতত সুপার টুয়েলভ নিয়ে না ভেবে প্রথম পর্বেই সব মনোযোগ বাংলাদেশ দলের। তিনি বলেন, ‘আমরা আপাতত এই রাউন্ড নিয়েই চিন্তাভাবনা করছি। দেশে একটা কথা বলেছিলাম- আমাদের বেশ কয়েকটি ধাপ পার হতে হবে, কিছু বাধা আছে এগুলো ভাঙতে চাই। যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ