ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সাকিবকে স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে রাখা হবে কিনা জানিয়ে দিল চূড়ান্ত সিদ্ধান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৭ ১১:৫৩:২৫
সাকিবকে স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে রাখা হবে কিনা জানিয়ে দিল চূড়ান্ত সিদ্ধান্ত

মাসকাটে শনিবার সন্ধ্যায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে সাকিবের ফেরা সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘সাকিব আজ সকালে এসেছে। আইপিএলে কমিটমেন্ট ছিল। সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। অনুশীলন শুরু করলে মাঠে আসবে। একটু ক্লান্ত হয়ত, খেলেই ভ্রমণ করে এসেছে।’

প্রস্তুতি ম্যাচে টানা দুই ম্যাচেই রান পেয়েছেন সৌম্য সরকার। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাই সৌম্যকে তিনে খেলানোর চিন্তা করছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ বলেছেন, ‘সৌম্য দারুণ ব্যাটিং করছে। এই দুইটা ম্যাচে ব্যাটিং ভালো করেছে, বোলিংও খুব ভালো করেছে। টিম কম্বিনেশন কীভাবে সাজাচ্ছি এটার ওপর নির্ভর করছে। ওপেনিংয়ের বিবেচনায় সে আছে, অথবা তিন নম্বরেও দেখা যেতে পারে। কাল দেখতে পারবেন কম্বিনেশন কী হয়।

তবে সম্ভবত আমরা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের কম্বিনেশন নিয়েই আমরা নামব। নাঈম, লিটন এবং সৌম্যর মধ্যেই ওপেনিং স্লট নির্ধারণ করা হবে।’

তামিম ইকবালহীন ওপেনিংয়ের দায়িত্ব থাকবে লিটন দাস ও নাঈম শেখের ওপর। যদিও দুজনেই খুব ভালো ফর্মে নেই। তবে তাদের নিয়ে চিন্তায় নেই বাংলাদেশ শিবির। বিশেষ নাঈম শেখের ক্রমাগত ডট বল খেলার প্রবণতা নিয়েও ভাবছেন না মাহমুদউল্লাহ।

তরুণ এ বাঁহাতি ওপেনারকে খেলার কৌশল ধরিয়ে দিয়েছেন জানিয়ে তিনি বলেছেন, ‘নাঈম ভালো ব্যাটিং করছে, এটা নিয়ে দুশ্চিন্তা করছি না। নাঈম ডট বল খেলছে, ডট বল তো যে কেউই খেলতে পারে, আমিও খেলতে পারি, সাকিব-মুশফিকও খেলতে পারে। আমাদের ইতিবাচক মনোভাব থাকবে। পাওয়ারপ্লেতে কীভাবে খেলতে হবে তা নাঈমও জানে, আমাদের কথা এসব নিয়ে কথা হয়েছে। আশা করছি কাল ওপেনিং জুটি ভালো করবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ