ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

কনমেবলের সেরা একাদশে ব্রাজিলের ৫ জন জায়গা হয়নি মেসির, দেখেনিন একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৭ ১৭:২০:৩৩
কনমেবলের সেরা একাদশে ব্রাজিলের ৫ জন জায়গা হয়নি মেসির, দেখেনিন একাদশ

অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়া এই তিন ম্যাচের নৈপুণ্যের উপর ভিত্তি করে তৈরি করা একাদশে আধিপত্য রয়েছে ব্রাজিলের।

নেইমারসহ সেলেকাওদের শিবির থেকেই এখানে জায়গা পেয়েছেন সর্বমোট ৫ জন। আর্জেন্টিনা থেকে দুইজন জায়গা পেলেও সেরা একাদশে নেই লিওনেল মেসি।

এছাড়া কলম্বিয়ার দুইজন ফুটবলারের পাশাপাশি চিলি এবং প্যারুগুয়ে থেকে আছেন একজন করে ফুটবলার।

সবকিছু ছাপিয়ে কনমেবলের ঘোষিত এবারের সেরা দলে মেসির না থাকাটাই বড় চমক হয়ে এসেছে।

এক নজরে কনমেবলের সেরা দল

ডেভিড ওসপিনা (কলম্বিয়া), থিয়াগো সিলভা (ব্রাজিল), ওটামেন্ডি (আর্জেন্টিনা), পুলগার (চিলি), পাকুয়েটা (ব্রাজিল), কুয়াদরাদো (কলম্বিয়া), ফার্নান্দেজ (বলিভিয়া), রাপিনহা (ব্রাজিল), ফ্রেড (ব্রাজিল), নেইমার (ব্রাজিল), লাউটারো মার্টিনেজ (আর্জেন্টিনা)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ