ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

আজ ব্যাটিংয়ে নেমে যত রান করলেন অলরাউন্ডার নাসির

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৭ ১৮:৪৫:৪০
আজ ব্যাটিংয়ে নেমে যত রান করলেন অলরাউন্ডার নাসির

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এনসিএলের টায়ার-১ এর ম্যাচে প্রথম দিন শেষ করেছে রংপুর বিভাগ ও খুলনা বিভাগ। খুলনার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নাঈম ইসলাম। উদ্বোধনী জুটি না টিকলেও তৃতীয় উইকেট জুটিতে ৫৪ রান যোগ করেন জাহিদ জাভেদ ও মাহমুদুল হাসান।

তবে কেউই ইনিংস বড় করতে পারেননি ৪০ রান করে আল-আমিনের বলে বিদায় নেন জাহিদ ও ৩৪ করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন মাহমুদুল। রংপুরের হয়ে ক্রিজে সেট হয়েও বড় রান পাননি নাসির। মাত্র ৩২ রান করে জিয়াউরের বলে সাজঘরে ফিরেন তিনি। মিরাজ ও আল-আমিনের বোলিং তোপে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান করে দিন শেষ করে রংপুর।

খুলনা বিভাগের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পান মেহেদী মিরাজ এবং দ্বিতীয় সর্বোচ্চ তিনটি উইকেট পান পেসার আল-আমিন হোসেন।

অন্যদিকে সিলেট একাডেমি মাঠে প্রথম দিনেই তিন ইনিংস শেষ হয়ে। বিষয়টি আশ্চর্যজনক হলেও এমনটাই ঘটেছে। বল হাতে একাই সিলেটের ব্যাটিং লাইন-আপে ধ্বস নামান বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। তার বোলিং ঘূর্ণিতে মাত্র ৬৭ রানেই অল-আউট হয় সিলেট। সাইফ হাসানের নেতৃত্বাধীন ঢাকাও সুবিধা করতে পারেনি।

শুভাগত হোম ও মাহিদুল অঙ্কনের ব্যাটে লজ্জাজনক পরিস্থিতি এড়ায় ঢাকা। ব্যাট হাতে মাত্র ৪ রান করেন সাইফ হাসান। দলীয় সর্বোচ্চ ৫০ রান করেন শুভাগত হোম এবং ৪৭ করেন মাহিদুল অঙ্কন। সিলেটকে বোলিংয়ে নেতৃত্ব দেন পেসার এবাদত হোসেন। তিনি নিজেই নেন চারটি উইকেট।

১০৯ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সিলেট বিভাগ। প্রথম দিন শেষে এক উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করেছে তারা।

সংক্ষিপ্ত স্কোর :

রংপুর বনাম খুলনা –

রংপুর ২২৬-৮

জাহিদ জাভেদ ৪০, মাহমুদুল হাসান ৩৪, নাসির হোসেন ৩২, ধীমান ঘোষ ২২*

মেহেদী মিরাজ ৪-৮১, আল-আমিন হোসেন ৩-৪৫

সিলেট বনাম ঢাকা :

সিলেট ৬৭ (১ম ইনিংস)

রাহাতুল ফেরদৌস ১৮*, সায়েম আলম ১৭

নাজমুল অপু ৬-২৩

ঢাকা ১৭৬ (১ম ইনিংস)

শুভাগত হোম ৫০, মাহিদুল অঙ্কন ৪৭

এবাদত হোসেন ৩-৩৪, এনামুল হক জুনিয়র ৪-৬৬

সিলেট ৩৫-১ (২য় ইনিংস)

ইমতিয়াজ হোসেন ২২*, অমিত হাসান ১১*

শুভাগত ১-১৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ