ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

মাঠে নামার আগে বাংলাদেশকে ওমানের কড়া বার্তা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৮ ২২:২৩:৫৭
মাঠে নামার আগে বাংলাদেশকে ওমানের কড়া বার্তা

সেই আত্মবিশ্বাস নিয়েই টাইগারদের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। আজ বাংলাদেশকে প্রকার হুমকি দিয়ে বসলেন দলটির ওপেনার কাওয়ার আলি। সংবাদ সম্মেলনে তিনি বললেন, '‌আমাদের দৃষ্টিভঙ্গি (পিএনজি ম্যাচের মতো) একই থাকবে। প্রথম ম্যাচে যা করেছি সেটা পুনরাবৃত্তির চেষ্টা করব। প্রতিটি দলের বিরুদ্ধে আমাদের আলাদা পরিকল্পনা থাকে। আগামীকাল (মঙ্গলবার) আমরা এটার প্রয়োগ করব।'

রোববার সহযোগী দেশ স্কটল্যান্ডের কাছে ছয় রানে হেরে অঘটনের শিকার হয়েছে বাংলাদেশ। আরো একটা সহযোগী দেশকে মোকাবেলা করতে যাচ্ছে টাইগাররা। কিন্তু মাঠের লড়াইয়ে কে আইসিসির সহযোগী কিংবা কে পূর্ণ সদস্য এসব নিয়ে একদম ভাবছে না ওমান। দলটির ওপেনারের মতে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ।

আজ কাওয়ার বলেছেন, ‌'এটা আরেকটা ম্যাচ। কে পূর্ণ সদস্য বা কে সহযোগী সদস্য এসব নিয়ে আমরা ভাবছি না। এটা শক্তিরও ব্যাপার নয়। টি-টোয়েন্টি এটা এমন একটা খেলা যেখানে নির্দিষ্ট কোন দল পারফর্ম করতে পারল সেটা গুরুত্বপূর্ণ। আমরা জানি ওরা (বাংলাদেশ) এখন চাপে আছে। আমরা চেষ্টা করব আসাদের পরিকল্পনা কাজে লাগাতে; ফল আমাদের পক্ষে আনতে।'

বাছাইপর্বে একই গ্রুপে পরায় বাংলাদেশকে পর্যবেক্ষণ করেছে ওমান। সেই পর্যবেক্ষণ থেকে কাওয়ার খুঁজে বের করেছেন টাইগারদের দুর্বলতা, 'রান তাড়ায় ওরা (বাংলাদেশ) দুর্বল। আমরা সেদিকে ফোকাস রাখছি। প্রথম জয় আমাদের বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। তিন বিভাগে ভালো করতে পারলে বাংলাদেশকে হারানোর ব্যাপারে আমরা আশাবাদী।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ