ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

কেন ভারতের সঙ্গে পারে না পাকিস্তান আসল রহস্য ফাঁস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৯ ২১:০০:২৩
কেন ভারতের সঙ্গে পারে না পাকিস্তান আসল রহস্য ফাঁস

পাকিস্তানের বিপক্ষে বৈশ্বিক টুর্নামেন্টে অনেক ম্যাচ খেলেছেন শেবাগ। সেই ম্যাচগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় সাবেক ওপেনার বলেছেন, ‘২০০৩ ওয়ানডে বিশ্বকাপ অথবা ২০১১ বিশ্বকাপ- যেটার কথাই বলি না কেন, আমরা কম চাপে ছিলাম। কারণ ম্যাচের আগে আমরা বেশি কথা বলতাম না। অন্যদিকে, পাকিস্তানিরা ম্যাচের আগেই অনেক বড় বড় কথা বলত।’

তারপরও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে পাকিস্তান হারাতে পারে বলে মনে করেন ভারতীয় সাবেক ওপেনার। তার ভাষ্য, ‘যদি আমরা বর্তমান অবস্থা চিন্তা করি আর ফরম্যাটটা যেহেতু টি-টোয়েন্টি,তাহলে পাকিস্তানের জয়ের সম্ভাবনাই বেশি। কারণ পাকিস্তান ৫০ ওভারের ক্রিকেটের চেয়ে টি-টোয়েন্টি বেশি ভালো খেলে। টি-টোয়েন্টিতে অনেক সময় একজন ব্যাটারের পক্ষেই প্রতিপক্ষকে হারানো সম্ভব। দেখা যাক, ২৪ অক্টোবর কী হয়!’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচ, ওয়ানডে বিশ্বকাপে ৭ ম্যাচ- মোট ১২ ম্যাচের ১২টিতেই পাকিস্তানকে হারিয়েছে ভারত। এত ব্যর্থতার মধ্যেও পাকিস্তানের বড় সাফল্য ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া। এটা নিশ্চয়ই এবার পাকিস্তানকে ‘ভিন্ন গল্প’ লিখতে অনুপ্রেরণা যোগাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ