ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ফিরেই ১ম ম্যাচে একাদশ থেকে বাদ পড়ার জবাব দিলেন নাইম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৯ ২১:৪৯:০৮
ফিরেই ১ম ম্যাচে একাদশ থেকে বাদ পড়ার জবাব দিলেন নাইম

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে নাইমের বদলে সৌম্য সরকারকে একাদশে ডাকা হয়েছিল। সফল হতে পারেননি সৌম্য। পাঁচ বলে পাঁচ রানে আউট হয়ে নাইমকে উপেক্ষা করার আলোচনা বাড়িয়ে দিয়েছিলেন। ব্যর্থ সৌম্যর জায়গায় স্বাভাবিকভাবেই আজ সুযোগ পেয়েছেন নাইম। সুযোগ পেয়ে কী দারুণভাবেই না জবাব দিলেন তরুণ বাঁহাতি ওপেনার।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের রাজধানী মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ লিটন কুমার দাসকে হারায় শুরুতেই। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার জন্য শেখ মাহেদিকে তিনে পাঠানো হলে সফল হতে পারেননি স্পিনিং অলরাউন্ডার। ২১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু নাইম অবিচলই ছিলেন।

শুরুর দিকে কিছুটা রয়েসয়ে খেলেছেন। প্রথম চার রান করতে খেলেছেন ১২ রান। চতুর্থ ওভারে খালেমুল্লাহকে পর পর দুই বলে চার-ছয় মেরে চাপ মুক্ত হয়েছেন। তারপর নিজের মতো খেলেছেন নাইম। তৃতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন তরুণ ওপেনার। ইনিংসের ১৭তম ওভারে ফেরার আগে ৫০ বলে ৬৪ রান করেছেন তিনি। নাইমের ইনিংসে চারের মার ৩টি, ছক্কা ৪টি।

২৩ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে নাইমের এটা তৃতীয় হাফ সেঞ্চুরি। বিশ্বকাপে প্রথম। এবারই প্রথম বিশ্বকাপ খেলতে গেছেন তরুণ ওপেনার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ