ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

১টি মন্তব্য করে ভাইরাল হলেন পাপুয়া নিউগিনির এই ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২০ ১০:৩৬:৪০
১টি মন্তব্য করে ভাইরাল হলেন পাপুয়া নিউগিনির এই ক্রিকেটার

শুধু তাই নয় নিচের সারির এই দলগুলিকে উড়িয়ে দেবে টাইগাররা। কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশে।

বাংলাদেশের এমন হার কিছুতেই মানতে পারছে না পাপুয়া নিউগিনির ক্রিকেটার লেগা সিয়াকা। তিনি এটিকে অঘটন বলে আখ্যায়িত করেছেন।

পাপুয়া নিউগিনির এই ওপেনার ব্যাটসম্যান বলেন, “স্কটল্যান্ড কিভাবে বাংলাদেশের মতো দলকে হারাল, সেটি আমাদের অবাক করেছে। বাংলাদেশ তো বিশ্বের অন্যতম সেরা দল। আমি এটিকে অঘটনই বলব।”

তবে বাংলাদেশকে হারানোর স্কটল্যান্ডকে নিয়ে বেশি একটা চিন্তা-ভাবনা করছে না পাপুয়া নিউগিনি। তাদের মতে স্কটল্যান্ড তাদের সারির একটি দল।

তিনি বলেন “বাংলাদেশের মতো দলকে হারানো স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নিয়ে আমরা রোমাঞ্চিত। আমরা প্রতি ম্যাচেই ইতিবাচক খেলার চেষ্টা করছি। স্কটল্যান্ডকে মোটেও আমরা খুব বিশাল কিছু মনে করছি না। তারা আমাদের মতোই একটা দল, যারা এবারের বিশ্বকাপে খেলতে এসেছে।”

লেগা সিকার কথা মতই মঙ্গলবার স্কোট ল্যান্ডের সাথে হারলেও দাপটের সাথে ব্যাটিং করেছে পাপুয়া নিউগিনির ব্যাটসম্যানরা।

স্কোটল্যান্ডের ১৬৬ রানে দেওয়া টার্গেটে ব্যাটিং করতে নেমে পাপুয়া নিউগিনি ১৪৮ রান করে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ