ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

অস্ট্রেলিয়াকে একেবারেই অল্প রানের টার্গেট দিলো দ:ক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৩ ১৭:৫৮:২৫
অস্ট্রেলিয়াকে একেবারেই অল্প রানের টার্গেট দিলো দ:ক্ষিণ আফ্রিকা

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলের বোলাররা যেন তার সিদ্ধান্ত প্রমাণেই মাঠে নামেন। ২৩ রানের মাঝেই ৩ উইকেট শিকার করে তারা।

সাজঘরে ফেরার আগে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ১২, কুইন্টন ডি কক ৭ ও রাসি ভান ডার ডুসেন ২ রান করেন। এরপর হেনরিখ ক্লাসেনকে সঙ্গে নিয়ে ২৩ রানের জুটি গড়েন এইডেন মার্করাম। ক্লাসেন ফেরেন ১৩ রানে। ডেভিড মিলার ১৬ রানের বেশি করতে পারেননি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মার্করাম। শেষদিকে কাগিসো রাবাদার অপরাজিত ১৯ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় প্রোটিয়ারা।

অজি বোলারদের মাঝে দুটি করে উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। এছাড়া প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েল একটি করে উইকেট নেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ