ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সুপার টুয়েলভে প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৩ ১৯:৪৮:১১
সুপার টুয়েলভে প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয়

অজিদের হয়ে ইনিংসের সূচনা করেন অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার।রানের খাতা খোলার আগে ফিঞ্চ আউট হয়। ডেভিড ওয়ার্নার ১ ৪ রান করার পর ফিরে আসেন যা ভালো সূচনার ইঙ্গিত দেয়। এরপর মিচেল মার্শ যখন ১১ রান করে ড্রেসিংরুমে ফিরে আসেন, তখন দল বিপদে পড়ে যায়।

এমন পরিস্থিতিতে স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল ধীরে ধীরে এগোচ্ছেন। বিচ্ছেদ হওয়ার আগে এই জুটি ৪২ রান করে। মার্করামের দুর্দান্ত ক্যাচের আগে স্মিথ ৩৫ রান করেন। পরের ওভারে ম্যাক্সওয়েল ১৮ রানে আউট হয়ে গেলে ম্যাচটি স্থবির হয়ে পড়ে।

শেষ ৩ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৫ রান। শেষ ওভারে যা গিয়ে দাড়ায় ৮ রানে। তার হাতে ছিল ৫ টি উইকেট। প্রথম বলেই ২ রান নেন মার্কাস স্টয়নিস। পরের বলেই চার মারেন তিনি।

তিন বলে ২ রান দরকার এমন সময়ে চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন স্টয়নিস। দক্ষিণ আফ্রিকার হয়ে ২ উইকেট নেন আনরিখ নর্টজে। এছাড়া রাবাদা, মহারাজ ও শামসি একটি করে উইকেট নেন।

এর আগে আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলের বোলাররা যেন তার সিদ্ধান্ত প্রমাণেই মাঠে নামেন। ২৩ রানের মাঝেই ৩ উইকেট শিকার করে তারা।

সাজঘরে ফেরার আগে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ১২, কুইন্টন ডি কক ৭ ও রাসি ভান ডার ডুসেন ২ রান করেন। এরপর হেনরিখ ক্লাসেনকে সঙ্গে নিয়ে ২৩ রানের জুটি গড়েন এইডেন মার্করাম। ক্লাসেন ফেরেন ১৩ রানে। ডেভিড মিলার ১৬ রানের বেশি করতে পারেননি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মার্করাম। শেষদিকে কাগিসো রাবাদার অপরাজিত ১৯ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় প্রোটিয়ারা।

অজি বোলারদের মাঝে দুটি করে উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। এছাড়া প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েল একটি করে উইকেট নেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ