ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

মাঠে নামার আগে পাকিস্তান দলকে নিয়ে করা কোহলির মন্তব্যে অবাক পুরো ক্রিকেট বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৩ ২১:৩২:০৩
মাঠে নামার আগে পাকিস্তান দলকে নিয়ে করা কোহলির মন্তব্যে অবাক পুরো ক্রিকেট বিশ্ব

বিশ্বকাপে বরাবরই পাকিস্তানের ওপর ছড়ি ঘুরিয়ে আসছে ভারত। ওয়ানডে বিশ্বকাপে ৭ বারের দেখায় ৭ বারই জিতেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে ৫ বার, এখানেও শতভাগ জয় ভারতীয়দের।

তবে পাকিস্তানকে কোনোভাবেই হালকাভাবে নিতে নারাজ কোহলি। তার মতে, পাকিস্তান দলে এমন অনেক ক্রিকেটার আছেন যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাদের বিপক্ষে জিততে হলে ভারতকে নিজেদের সেরাটাই খেলতে হবে বলে মনে করেন তিনি।

কোহলি জানান, ‘পাকিস্তান বেশ শক্তিশালী দল। তাদের বিপক্ষে সবসময়ই আপনার সেরা ক্রিকেটটা খেলতে হবে। তাদের দলে এমন অনেক ক্রিকেটার আছে যারা ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। জয়ের জন্য অবশ্যই আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’

তাছাড়া ইঞ্জুরি থেকে সেরে ওঠার পর খুব বেশি বল করেননি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। যার ফলে বোলার হিসেবে ভারত তাকে ব্যবহার করতে পারবে কিনা তা নিয়েও আছে অনেক শঙ্কা।

এ প্রসঙ্গে কোহলি বলেন, ‘আমি মনে করি হার্দিক পান্ডিয়ার শারীরিক অবস্থা অনুযায়ী সে আমাদের হয়ে অন্তত দুই ওভার বল করতে পারবে। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আশা করি আমরা সুযোগটা কাজে লাগাতে পারব। আমরা তার বিকল্প বোলারও ভেবে রেখেছি। তাই আশা করি চিন্তার কিছুই নেই।’

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল (২৪ অক্টোবর) মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ