ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

বাংলাদেশের ৩ ক্রিকেটার নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৩ ২৩:২৯:৫০
বাংলাদেশের ৩ ক্রিকেটার নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা

শারজার উইকেট এখন অনেকটাই স্পিন বান্ধব। উইকেটে পুরোনো ধার নেই। বল ব্যাটে আসে থেমে থেমে। এমন উইকেট বাংলাদেশের স্পিনারদের জন্য বেশ মানানসই। বিশেষ করে দুর্দান্ত ফর্মে থাকা সাকিবের জন্য। কিছুদিন আগেই এ মাঠে নিয়মিত আইপিএল খেলেছেন তিনি। বল হাতে সাফল্য পেয়েছেন। রান আটকে রেখেছেন। নতুন বলে তার বোলিং দ্যুতি ছিল দেখার মতো। আরেক বোলার মোস্তাফিজও কয়েকটি ম্যাচ খেলেছে। তাদের ওপর শ্রীলঙ্কা আলাদা করে নজর রেখেছে বলেই মনে হলো।

ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দাসুন শানাকা বলেছেন, ‘তাদের (বাংলাদেশ) ভালো কয়েকজন বোলার আছে। আইপিএলে উইকেট ব্যবহার হওয়ায় একটু মন্থর আছে শারজাতে। বিশেষ করে সাকিব ও ফিজ (মোস্তাফিজ) আছে। তাদের অনেক ভালো স্পিনার আছে। উইকেট নিয়ে বেশি ভাবছি না। আমরা আমাদের শক্তির জায়গা দিয়ে খেলব। তারা ভালো দল। সাকিব, মোস্তাফিজ, মাহমুদউল্লাহরা আছে।’

বাংলাদেশ দলকে সমীহ করলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেন লংকান অধিনায়ক, ‘আমরা কাল খুব ভালো ম্যাচ আশা করছি। কোয়ালিফায়ার থেকে তারা ভালোভাবেই উঠেছে। কিন্তু টি-টোয়েন্টিতে নিজেদের দিনে আমরা কী করতে পারি সবাই জানে। আমার মনে হয় একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ