‘দেখে মনেই হয়নি দলে কোনো হেড বা স্পেশালিস্ট কোচ আছে’

যেমন গেম প্ল্যান, দলের নিয়ম, একাদশ সাজানো এবং লক্ষ্য-পরিকল্পনা সেট করা; এই কাজ তো সঠিক হবে? ঐটা কি ছিল? বাংলাদেশ কি মাত্র একটি প্রধান পর্বের ম্যাচে ক্রিকেট খেলতে পেরেছে? লক্ষ্য পরিকল্পনা এবং দল গঠন - উভয়ের মধ্যে কি দক্ষতা এবং দূরদর্শিতার ছোঁয়া ছিল?
বাংলাদেশের অন্যতম সিনিয়র কোচ সারোয়ার ইমরানের ভাষায় দলে একজন হেড কোচ, ব্যাটিং-বোলিং আর ফিল্ডিংয়ের স্পেশালিস্ট কোচ যে ছিল তা বোঝাই যায়নি। তিনি বলেছেন, ‘আমার মনে হয় কোনো কোচই ছিল না দলে। থাকলে একটা দল এত খাপছাড়া, অপরিকল্পিত এবং এলোমেলো ক্রিকেট খেলতে পারে না।’
ইমরানের দাবি, ‘আমার মনে হয়েছে দলটি কোচ ছাড়াই খেলছে। পারফরম্যানসের কোন পর্যায়ে মনে হয়নি এ দলের সঙ্গে একজন হেড কোচ আর প্রতিটি ডিপার্টমেন্টে একজন করে স্পেশালিস্ট কোচ আছেন, তারা কাজ করছেন। আমি জানতে চাই তারা কী কাজ করেছেন?’
তিনি আরও বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে খেললাম বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে নিয়ে। প্রায় ম্যাচে তাকে পাওয়ার প্লে’তে বোলিং করানো হয়েছে। আর বিশ্বকাপের মাঠে তাকে ঠিক মতো খেলানোই হয়নি। কেন? কী কারণে? আমাদের তো গেম প্ল্যানই ছিল না। কে স্ট্রাইক বোলার, তা-ই বোঝা যায়নি।’
তার জিজ্ঞাসা, দলে একজন হেড কোচ ও ব্যাটিং কোচ কী করলেন বুঝলাম না। বারবার ভুল শট খেলার পরও তারা কেন মুশফিক-লিটনকে শুধরে দিলেন না?
ইমরানের ব্যাখ্যা, ‘মুশফিক দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ। সে ‘ভি’তে খেলা বাদ দিয়ে অহেতুক ইম্প্রোভাইজ করে স্কুপ আর রিভার্স সুইপ করে নিজের ইনিংসের অপমৃত্যু ঘটিয়েছে। আমি বিশ্বাস করি অফ ও অনসাইডে ড্রাইভ খেলে, কাট, পুল ও ফ্লিক করেই মুশফিক নিজের ইনিংস সাজাতে পারে। কিন্তু বিশ্বকাপে সে বারবার ঐ ভুল পথে হেঁটেছে।’
লিটন দাসও তার স্বভাবসুলভ গাণিতিক ব্যাকরণসিদ্ধ ব্যাট না চালিয়ে অনসাইডে বেশি শট খেলতে গিয়ে বারবার স্কয়ার লেগ আর মিড উইকেটের আশপাশে ক্যাচ দিয়ে ফিরেছেন।
লিটনের ব্যাটিং নিয়ে ইমরানের সংযোজন, ‘টেকনিক ভালো, তবে লিটনের স্কিলে ঘাটতি আছে। শট সিলেকশন ভালো না। অনসাইডে খেলার সময় মাথা ও মুখ বলের ঠিক পেছনে না এনে অফসাইডের দিকে রেখে ব্যাট চালাচ্ছিল। তাই শট পারফেক্ট হয়নি। অনসাইডে খেলার সময় মাথা অবশ্যই বলের লাইনে থাকতে হবে। অফসাইডে থাকলে চলবে না। কিন্তু হায়! এসব কেউ বলে দেয়নি। আমার তো মনে হয় এর চেয়ে দুই বছর আগের লিটন অনেক ভালো ব্যাটিং করতো।’
একইভাবে পেসার মোস্তাফিজুর রহমানের সফল না হওয়ার পেছনেও প্ল্যানিং ও স্কিলের ঘাটতি ছিল বলে মন্তব্য ইমরানের। তার ব্যাখ্যা, ‘শেরে বাংলায় যে পিচে বিশ্বকাপের আগে বেশি খেলেছে বাংলাদেশ, বিশ্বকাপের উইকেটগুলো তার চেয়ে একটু বেশি ফাস্ট ও বাউন্সি ছিল। সেখানে হার্ড লেন্থে বোলিং করাই ছিল প্রধান কাজ। তাসকিন সেই হার্ড লেন্থে বল ফেলে তুলনামূলক সফল। তাকে সেভাবে মারতে পারেনি প্রতিপক্ষ ব্যাটাররা।’
‘কিন্তু মোস্তাফিজ ঐ হার্ড লেন্থে বল না ফেলে অযথা লেগ স্টাম্পের বাইরে ক্রমাগত বল করেছে। সাথে কখনও শর্ট আবার কোনো সময় ব্যাটারের একদম নাগালের ভেতরে বল পিচ করিয়ে মার খেয়েছে। খুব অবাক হয়েছি, এগুলো কি হেড কোচ ও পেস বোলিং কোচ শুধরে দেননি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সরকারি ছুটি: চাকরিজীবীদের সুখবর, মিলছে টানা তিন দিনের ছুটি
- শেয়ারবাজারে ঝড়: লাইসেন্স স্থগিত এক ব্রোকারেজ হাউজের, শঙ্কায় আরও একটি
- আট ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে বিএসইসির পদক্ষেপ, তালিকায় সাকিবের প্রতিষ্ঠান
- মার্জিন রুলস নিয়ে বিএসইসির নতুন সিদ্ধান্ত
- বিনিয়োগকারীরা সাবধান: তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- আপনার মতামতেই চূড়ান্ত হবে শেয়ারবাজারের মার্জিন রুলস
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৫ কোম্পানির শেয়ার
- সরকারি ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, পাবেন টানা ৪ দিনের ছুটি
- বিক্রেতা সংকটে হল্টেড ৫ কোম্পানির শেয়ার
- বিনিয়োগের নামে নতুন প্রতারণা, বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ফিক্সিংয়ের কালো ছায়া: সাব্বিরকে ৫ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করলো আকু
- এক নজরে জেনে নিন শেয়ারবাজারের আজকের আলোচিত সকল খবর
- বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- বিনিয়োগকারীদের আশার আলো দেখাচ্ছে ৯ কোম্পানি শেয়ার
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন তালিকা