সুপার টুয়েলভ শেষ, দেখেনিন ব্যাটে-বলের পারফরম্যান্সে সেরা পাঁচে আছেন যারা

দলগত পারফরম্যান্স
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের একমাত্র অপরাজিত দল পাকিস্তান। সুপার টুয়েলভের নিজেদের পাঁচ ম্যাচের পাঁচটিই জিতেছে তারা৷ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ড জিতেছে চারটি করে ম্যাচ৷ সুপার টুয়েলভে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ আর স্কটল্যান্ড।
উইকেটের হিসেবে সবচেয়ে বড় হার কপালে জুটেছে ভারতের৷ পাকিস্তানের বিপক্ষে তারা হেরেছে দশ উইকেটে। রানের হিসাবে সবচেয়ে বড় হার ১৩০ রানে। শারজাতে সুপার টুয়েলভের ম্যাচে স্কটল্যান্ডকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল আফগানরা৷
আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ২১০ রান তুলেছিল ভারত৷ এবারের আসরের সর্বোচ্চ দলগত ইনিংস এটি৷ সর্বনিম্ন ইনিংস নেদারল্যান্ডসের দখলে। বাছাইপর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৪৪ রানে অল আউট হয় ডাচরা৷
ব্যাট হাতে সেরা যারা
সর্বোচ্চ রান– পাকিস্তানের স্বপ্নযাত্রায় ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক বাবর আজম৷ এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান এসেছে তার ব্যাট থেকে৷ ৫ ইনিংস ব্যাট করে ২৬৪ রান সংগ্রহ করেছেন তিনি৷ শীর্ষ রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে জস বাটলার (২৪০ রান), চারিথ আসালাঙ্কা (২৩১ রান), ডেবিড ভিসা (২২৭ রান) ও পাথুম নিসাঙ্কা (২২১ রান)।
সর্বোচ্চ ব্যাটিং গড় – এবারের টি-টোয়েন্টির বিশ্ব আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যাটিং গড় জস বাটলারের৷ ৫ ইনিংস ব্যাট করে অবিশ্বাস্য ১২০ গড়ে ২৪০ রান করেছেন তিনি৷
সর্বোচ্চ ফিফটি/ সেঞ্চুরি – টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরি এসেছে ইংল্যান্ডের জস বাটলারের ব্যাট থেকে৷ পাকিস্তান অধিনায়ক বাবর ইনিংস খেলেছেন সর্বোচ্চ ৪টি পঞ্চাশোর্ধ ইনিংস৷
সর্বোচ্চ ছয়/চার – সবচেয়ে বেশি ২৫টি চার মেরেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার৷ সবচেয়ে বেশি ছয় হাঁকিয়েছেন ইংলিশ ওপেনার জস বাটলার। ৫ ম্যাচে মোট ১৩ বার বল উড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন তিনি৷
বল হাতে সেরা যারা
সর্বোচ্চ উইকেট শিকারী– দল হিসাবে শ্রীলঙ্কা খারাপ খেললেও বল হাতে উজ্জ্বল ছিলেন লঙ্কান লেগ স্পিনার ওয়ানিদু হাসারাঙ্গা৷ ৮ ম্যাচে এবারের আসরের সর্বোচ্চ ১৬টি উইকেট ঝুলিতে পুরেছেন তিনি৷ অজান্তা মেন্ডিসকে পিছনে ফেলে করেছেন এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড৷ তালিকায় সেরা পাঁচের বাকিরা হলেন যথাক্রমে সাকিব আল হাসান (১১), এডাম জাম্পা (১১), ট্রেন্ট বোল্ট (১১) ও এনরিচ নরখে (৯)।
সেরা ইকোনমি রেট– বিশ্বকাপের সপ্তম আসরে অন্তত ১০ ওভার বল করা বোলারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে কিপটে বোলিং করেছেন আয়ারল্যান্ডের যশোয়া লিটল৷ ওভার প্রতি মাত্র ৪.৯২ রানের খরচায় ৩ ম্যাচে তিনি তুলে নিয়েছেন মোট ৫টি উইকেট।
সবার সেরা বোলিং ফিগার– এবারের আসরে মোট দুইজন বোলার এক ইনিংসে প্রতিপক্ষের পাঁচজন ব্যাটসম্যানকে আউট করার কৃতিত্ব দেখিয়েছেন৷ বাংলাদেশের বিপক্ষে ১৯ রানে ৫ উইকেট নিয়ে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার এডাম জাম্পা৷ স্কটল্যান্ডের বিপক্ষে সমান সংখ্যক উইকেট নিতে ২০ রান খরচ করেছিলেন আফগানিস্তানের মুজিব উর রহমান৷
হ্যাটট্রিক – টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর মোট তিনটি হ্যাটট্রিকের দেখা পেয়েছে। এবারের আসরের প্রথম বোলার হিসাবে নেদারল্যান্ডসের সাথে ডাবল হ্যাটট্রিকের কীর্তি গড়েন আয়ারল্যান্ডের কার্টিস ক্যামফার। প্রথম রাউন্ডের ম্যাচে হ্যাটট্রিকের স্বাদ পান এই পেসার।
এরপর সুপার টুয়েলভের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন বলে তিন উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা৷ এছাড়া, নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা৷
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সরকারি ছুটি: চাকরিজীবীদের সুখবর, মিলছে টানা তিন দিনের ছুটি
- শেয়ারবাজারে ঝড়: লাইসেন্স স্থগিত এক ব্রোকারেজ হাউজের, শঙ্কায় আরও একটি
- আট ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে বিএসইসির পদক্ষেপ, তালিকায় সাকিবের প্রতিষ্ঠান
- মার্জিন রুলস নিয়ে বিএসইসির নতুন সিদ্ধান্ত
- বিনিয়োগকারীরা সাবধান: তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- আপনার মতামতেই চূড়ান্ত হবে শেয়ারবাজারের মার্জিন রুলস
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৫ কোম্পানির শেয়ার
- সরকারি ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, পাবেন টানা ৪ দিনের ছুটি
- বিক্রেতা সংকটে হল্টেড ৫ কোম্পানির শেয়ার
- বিনিয়োগের নামে নতুন প্রতারণা, বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ফিক্সিংয়ের কালো ছায়া: সাব্বিরকে ৫ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করলো আকু
- বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- এক নজরে জেনে নিন শেয়ারবাজারের আজকের আলোচিত সকল খবর
- বিনিয়োগকারীদের আশার আলো দেখাচ্ছে ৯ কোম্পানি শেয়ার
- প্রধান উপদেষ্টা ইউনূসের নির্দেশে ডিএসই: সরকারি কোম্পানিতে বিনিয়োগের সুবর্ণ সুযোগ