ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

আফ্রিদিকে সামলানোর টোটকা দিলেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১০ ০৮:৫৫:২০
আফ্রিদিকে সামলানোর টোটকা দিলেন তামিম

মিরপুরে অনুশীলন করছেন তামিম ইকবালও। সে সুবাদে পাকিস্তানি বোলারদের মোকাবেলা করতে তরুণদের পরামর্শ দিয়ে রাখছেন তামিম।যুব বিশ্বকাপ জয়ী দলের অলরাউন্ডার তৌহিদ হৃদয় জানালেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি পাওয়ার প্লেতে কেমন বোলিং করবে তার আভাস দিয়েছেন তামিম।

খালেদ মাহমুদ সুজনের অধীনে যে ৭ জন মিরপুরে অনুশীলন করছেন তাদের মাঝে কারা সুযোগ পাচ্ছেন তা বলা মুশকিল।তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি রাব্বিরা পছন্দের তালিকায় উপরের দিকে আছেন। সুযোগ পেলে তামিমের পরামর্শ আমলে নিয়ে নিজের সেরাটা দিতে চান বলছেন হৃদয়।

পাকিস্তান সিরিজে তামিম খেলছেন না টি-টোয়েন্টি। চোট কাটিয়ে ফিরতে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। মিরপুরে সেভাবেই দেখা আলাদা ৭ জনের ক্যাম্পে।তামিম কি পরামর্শ দিয়েছেন এমন প্রশ্নের জবাবে আজ (৯ নভেম্বর) সংবাদ মাধ্যমকে তৌহিদ বলেন, ‘তামিম ভাই সবসময় প্রেরণা দেয়। সবসময় ভালো ভালো কথা শুনি।

কীভাবে আরও ভালো করব, পরের ধাপগুলোতে কী কী মোকাবেলা করা লাগতে পারে। তামিম ভাই শাহীন শাহ আফ্রিদি সম্পর্কে বলছিল; প্রথম ছয় বলের ভেতরে ইয়র্কার মারবে। এসব ছোট ছোট তথ্য আগে থেকে পেলে মাঠে গিয়ে খেলা সহজ হয়। সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে যখন এরকম কিছু পাই, অবশ্যই প্রেরণা পাই।’

পাকিস্তান পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে। বিশ্বকাপে তারা আছে সেরা ছন্দে। গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে উঠেছে সেমিফাইনালে। বিশ্বকাপ জেতার দৌড়ে বর্তমানে তাদের নামই আছে সবার উপরে। অন্যদিকে বাংলাদেশ যেন বিপরীত অবস্থানে। প্রথম পর্ব কোনোভাবে উতরালেও মূল পর্বে মেলেনি কোনো জয়ের স্বাদ। এমন পরিস্থিতিতে পাকিস্তান সিরিজ কতটা চ্যালেঞ্জিং হতে পারে এমন প্রশ্ন রাখা হয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় থাকা তৌহিদের কাছে।

উত্তরে তরুণ এই অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জিং হবে। ঘরের মাঠে আমরা ভালো দল। এত সহজে আমাদের হারাতে পারবে না। তারপরও আমাদের কঠিন সময় যাচ্ছে। আমরা যদি সেরাটা দিয়ে খেলতে পারি, ইনশাআল্লাহ্‌ ভালোভাবে ঘুরে দাঁড়াব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ