ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

“হাসিনা যেখানে আছে, রুমিন ফারহানাদেরকেও সেখানে চলে যেতে হবে”

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৪ ২২:৫৯:৫৪
“হাসিনা যেখানে আছে, রুমিন ফারহানাদেরকেও সেখানে চলে যেতে হবে”

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনকে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এবং গুন্ডাতন্ত্রের রাজনীতি পুনরায় প্রতিষ্ঠা করতে চাইছে বলে কঠোর মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি নির্বাচন কমিশনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির একজন নেত্রী বলেছেন, ‘আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম।’ এই বক্তব্যকে উদ্ধৃত করে তিনি বলেন, “এর অর্থ হলো, তারা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন।” তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনের বাইরে লাঠিসোটা নিয়ে মহড়া দেওয়া হচ্ছে, যা একটি অশনি সংকেত। তার মতে, “যদি প্রধান নির্বাচন কমিশনারের অফিসের সামনে এই অবস্থা হয়, তবে সারা বাংলাদেশে কী পরিস্থিতি হবে?”

আবদুল্লাহ এটিকে বিএনপির জন্য ভোটকেন্দ্র দখলের একটি ‘টেস্ট ম্যাচ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “তারা কীভাবে ভোটকেন্দ্র দখল করবে, সেটিরই আজ টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপির নেত্রী রুমিন ফারহানার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “হাসিনা বলতো, ‘বিশটা হুন্ডা, দশটা গুন্ডা, নির্বাচন ঠান্ডা’।” আবদুল্লাহ অভিযোগ করেন, রুমিন ফারহানা বিগত সরকারের সময়ে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন এবং হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদনও করেছিলেন। তিনি বলেন, “আমার মনে হয়, হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা।”

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “আমরা এই হুন্ডা-গুন্ডার রাজনীতি ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে পুনর্বাসিত করতে চায়, তাহলে হাসিনা যেখানে আছে, তাদেরকেও সেখানে চলে যেতে হবে।”

তিনি নির্বাচন কমিশনকে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান এবং পুলিশ প্রশাসনকে কোনো রাজনৈতিক দলের পক্ষে না গিয়ে জনগণের পক্ষে থাকার অনুরোধ করেন। তিনি বলেন, “কোনো রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না। যদি জনগণ আপনাদের পাশে থাকে, তাহলে এই হুন্ডা-গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর হবে না।”

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ