ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

নতুন টুর্নামেন্ট করছে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১১ ২১:০৩:৫১
নতুন টুর্নামেন্ট করছে বিসিবি

তবে এবার বিসিএলে যুক্ত হচ্ছে ওয়ানডে টুর্নামেন্ট। ঢাকা প্রিমিয়ার লিগের আগে ক্রিকেটারদের অনুশীলনের জন্য বিসিএলের সাথে ওয়ানডে যোগ করা হবে। প্রথম শ্রেণির টুর্নামেন্টের পরই হবে ওয়ানডে। দুটিই হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে।

বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন আজ সাংবাদিকদের এমনটাই বলেছেন। মিরপুর স্টেডিয়ামে তিনি বলেছেন, ‘বিসিএল তো শুরু করতেই হবে। ডিসেম্বরের ৭-১০ তারিখের মধ্যে শুরু হবে।’

পেস ও বাউন্সি উইকেট করতে বলা হয়েছে গ্রাউন্ডস কমিটিকে। ওয়ানডে টুর্নামেন্ট করার বিষয়ে সুজন বলেন, ‘বিসিএল ওয়ানডে ফরম্যাটের কথা চিন্তা করছি। যেহেতু প্রিমিয়ার লিগের আগে ওয়ানডে ফরম্যাটের কোনো খেলা নেই।

দ্বিতীয় রাউন্ড সম্পন্ন করার মতো সময়ও নেই। সামনে আবার বিপিএল আছে। সূচি ঠাসা হয়ে গেছে। তাই ওয়ানডে ফরম্যাটের একটা টুর্নামেন্ট হতে পারে। প্রথম শ্রেণির খেলা সিঙ্গেল রাউন্ড হওয়ারই কথা। ওয়ানডেও মনে হয় সিঙ্গেল রাউন্ড হবে।’

জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই হবে বিসিএল। কারণ জাতীয় দল ব্যস্ত থাকবে আন্তর্জাতিক সিরিজে। বিসিবির এ পরিচালক বলেছেন, ‘জাতীয় দলের খেলোয়াড়দের কথা চিন্তা করলে বাংলাদেশে তো আর খেলা হবে না। ওদের যে বিজি ক্যালেন্ডার সেগুলো নিয়ে চিন্তা করলে কোনো খেলা সম্ভব না। ওদের ছাড়াই বিসিএল খেলতে হবে। ওরা তো বিজি থাকবে। পাকিস্তানের সঙ্গে টেস্ট খেলার পরপরই ওরা নিউজিল্যান্ড যাচ্ছে। সুতরাং বিসিএল মিস করবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ