ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

পাল্টে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৭ ২০:৫১:১৮
পাল্টে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক

কয়েকদিন আগে পেইনের ঘাড়ে সার্জারি হয়েছে। যে কারণে ক্রিকেটের অন্যতম ‘হাইভোল্টেজ' সিরিজ খেলা নিয়ে সংশয়ে আছেন তিনি। এমন অবস্থায় দলকে ভরসা দিয়েছেন কামিন্স। চ্যানেল নাইনকে দেওয়া সাক্ষাৎকারে অসি পেসার বলেছেন, ‘আশা করি, সে (পেইন) দ্রুত সুস্থ হয়ে উঠবে৷ তবে যদি সিরিজে অধিনায়কত্ব করতে হয়, তাতে আমি রাজি।'

যদিও অধিনায়কের দায়িত্ব সামলানো অতটা সহজ হবে না বলে জানিয়েছেন কামিন্স। অসি পেসার বলেছেন, ‘দলে স্মিথ ও ওয়ার্নারের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে। বোলারদের অভিজ্ঞতাও কম নয়। তাই যদি দেখি অধিনায়কত্ব করতে আমার সমস্যা হচ্ছে, তাহলে সতীর্থদের কাউকে দিয়ে দেব।'

১৪ নভেম্বর দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির পরই অ্যাশেজই অস্ট্রেলিয়ার প্রথম আন্তর্জাতিক সিরিজ। যেখানে সর্বশেষ ২০১৯ সালে চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে গিয়ে ২-২ ড্র করেছিল অস্ট্রেলিয়া।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ