জানা গেল আসল খবর যে কারনে চ্যাম্পিয়নস ট্রফির বদলে বিশ্বকাপের আয়োজক হলো বিসিবি

এ খবরে দেশে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এটাকে বড় অর্জন ও প্রাপ্তি বলে মনে করছেন। আবার কারও মত, নয় বছর অপেক্ষার পর বাংলাদেশে হবে আইসিসির মেগা ইভেন্ট। সময়টা একটু বেশি লম্বা হয়ে গেল না? তার আগে কি কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হতে পারতো না বাংলাদেশ?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সেই কৌতূহলী প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, ‘সময়ের আলোকে চিন্তা করলে হয়তো একটু লম্বা বিরতি। গুরুত্ব, মর্যাদা, আকর্ষণ ও দর্শক আগ্রহ চিন্তা করলে আইসিসির সবচেয়ে বড় ইভেন্টের স্বাগতিক হয়েছে বাংলাদেশ।’
বিসিবি সিইও বোঝানোর চেষ্টা করেন, আইসিসির মেগা ইভেন্ট পাওয়ার কিছু মানদণ্ড রয়েছে। বাংলাদেশ ছাড়া যে আটটি দেশ এ সময়ের মধ্যে নানা ইভেন্টের স্বাগতিক তাদের ক্রিকেট ঐতিহ্য, চর্চা ও আন্তর্জাতিক সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের অনেক দিন পর আইসিসি ইভেন্টের স্বাগতিক হওয়ার খবর নিয়ে দেশের ক্রিকেট অনুরাগী মহলে একটা ভুল বোঝাবুঝির উপক্রম হতে পারে।’
‘কেউ কেউ ভাবতে পারেন, আমরা অনেক দিন বিরতির পর অবশেষে আইসিসির কোন মেগা ইভেন্টের স্বাগতিক হবো। তাদের জন্য বলা আমরা দীর্ঘদিন পর আইসিসির মেগা ইভেন্টের স্বাগতিক হলেও সবচেয়ে বড় ও মর্যাদপূর্ণ আসর ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিক হয়েছি।’
বিসিবি সিইও যোগ করেন আনুসাঙ্গিক অবকাঠামো এবং নানারকম সুযোগ সুবিধার আলোকে ঐ আট দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান কোথায়, তা খুটিয়ে দেখা দরকার সবার আগে। তার ভাষ্য, ‘আমরা খুব ভালো না। খুব খারাপও না। তারপরও দেখেন আমরা আইসিসির সবচেয়ে বড় বিশ্বকাপ পেয়েছি যৌথভাবে।’
পাশাপাশি নিজামউদ্দিন চৌধুরী আরও বোঝানোর চেষ্টা করেন, বাকি আট দেশ অর্থাৎ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্বে সব হিসেব-নিকেশ আর মানদন্ডে বাংলাদেশের চেয়ে এগিয়ে।
তাদের অন্তর্জাতিক অর্জন, কৃতিত্ব ও প্রাপ্তিও বাংলাদেশের চেয়ে বেশি। ঐসব দেশে অবকঠোমো ও আনুষঙ্গিক সুযোগ সুবিধাও তুলনামূলক বেশি। তাই তারা অগ্রগণ্য। তারপরও বাংলাদেশ আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিক হতে পেরেছে। সেটাও তো কম নয়।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আইসিসির পরিকল্পনাই হলো ক্রিকেটের বিশ্বায়ন। তারা চায় ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে। তাই তারা পরবর্তী সময়ে সব দেশের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট আসর বন্টন করে দিয়েছে। ভাল করে লক্ষ্য করুন দেখবেন, কোন দেশকেই একটির বেশি আইসিসি মেগা ইভেন্ট দেয়া হয়নি।’
এসময় ভারতের বিষয়ে তিনি বলেন, ‘ভারতের কথা বাদ। কারণ আইসিসির টোটাল রেভিনিউয়ের ৭০-৮০ ভাগ আসে ভারত থেকে। কাজেই আইসিসি কিন্তু ভারতকে বাড়তি সুবিধা দেয়নি। নিজেদের রেভিনিউ ঠিক রাখতেই আসলে ভারতকে অগ্রাধিকার দেয় আইসিসি।’
বিসিবি সিইওর শেষ কথা, ‘আমরা চ্যাম্পিয়নস ট্রফি নিতে পারতাম। কিন্তু কী লাভ হতো? সেটা তো আইসিসি ওয়ানডে বিশ্বকাপ নয়। গুরুত্ব, মর্যাদা, আকর্ষণ কিংবা দর্শক আগ্রহ- যেকোনো বিচারে ওয়ানডে বিশ্বকাপ আইসিসির এক নম্বর ক্রিকেট আসর। আমরা সেটারই আয়োজক হতে যাচ্ছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ইন্টার মিয়ামি বনাম অরল্যান্ডো সিটি: প্রথমার্ধে পিছিয়ে মেসিরা
- ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি: মেসি ম্যাজিকে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভুটান: শেষ হলো বাঁচামরার ম্যাচ, জেনে নিন ফলাফল
- বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জানালো বিএসইসি
- বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: বাংলাদেশের একাদশ ৩ পরিবর্তন, সময়সূচি
- অনলাইনে ভোট হলেও সাকিব-মাশরাফী অংশগ্রহন করতে পারবেন না
- বিক্রেতা সংকটে হল্টেড ১৯ কোম্পানির শেয়ার
- কমলো আজকের সৌদি রিয়াল রেট(২৭ আগস্ট)
- দলিল লেখকের ফাঁদ এড়ান:২০২৫ সালে জমি ক্রয়ের খরচ ও রেজিস্ট্রেশন ফি কত, জানুন এখনই
- ২৪ ঘণ্টায় খতিয়ান সংশোধন: ভূমি মালিকদের জন্য বড় সরকারি সুখবর
- ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি: মেসি ম্যাজিক, ৯০ মিনিটের খেলা শেষ
- থাকবে না নিবন্ধনে প্রিলি ৪০ মার্কে পাস পরীক্ষা, ২০০ নম্বর লিখিত পরীক্ষা হবে
- আজকের সকল দেশের টাকার রেট(২৮ আগস্ট ২০২৫)
- আজকের ফজর নামাজের সময়সূচি-২৮ আগস্ট ২০২৫
- বাংলাদেশ বনাম ভুটান: ম্যাচের ৬ মিনিটেই গোল, লাইভ দেখুন এখানে