ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

পিএসজিতে গিয়ে মেসি এখন কী করবেন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৮ ১২:২৫:০৫
পিএসজিতে গিয়ে মেসি এখন কী করবেন

প্রশ্ন হচ্ছে এখন কী করবেন তিনি? বিশ্রাম নেবেন নাকি মাঠে নেমে পড়বেন। প্রশ্নটা উঠছে এই কারণে যে, এই মৌসুমে তিনি ধারাবাহিক পারফর্মার নন। যেসব ম্যাচগুলোর জন্য মেসি বিশ্রাম পেয়েছেন ওইসব ম্যাচেই তাকে জ্বলে উঠতে দেখা গেছে। আগামী শনিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির ম্যাচ নঁতের বিরুদ্ধে।

এরপর ২৪ নভেম্বর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ম্যানচেস্টার সিটি মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। সিটি ম্যাচে মেসির কাছ থেকে সেরাটা পেতে হলে বিশ্রামটা তার জন্য জরুরি। কেননা এই মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে মেসি যে ম্যাচ খেলেছেন তার আগে বিশ্রাম পেয়েছেন ফ্রেঞ্চ লিগের ম্যাচ থেকে।

যদিও এখানে আপত্তি মেসির। পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনোকে শারীরিক অভিব্যক্তিতে তা বুঝিয়ে দিয়েছেন তিনি। আর্জেন্টাইন প্লে-মেকারের ভাবনাটা কোচের ঠিক বিপরীত। মেসির মতে টানা খেললে ছন্দের ধারাবাহিকতা পাবেন তিনি। যদিও পচেত্তিনো এবং বাস্তবতা বলছে বিশ্রাম দরকার মেসির।

ব্রাজিলের সঙ্গে ম্যাচ শেষে মেসির ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে। 'সুপার ক্লাসিকো' চলাকালীন আর্জেন্টিনা অধিনায়কের মধ্যে দেখা গেছে অস্বস্তি। ঠিক এই অবস্থায় নঁতে ম্যাচ খেললে তার চোটে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যাপারটা তেমন হলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চেনা মেসিকে খুঁজে পাওয়া কঠিন হতে পারে।

বার্সেলোনা ছেড়ে এই মৌসুমে পিএসজিতে যোগ দেওয়ার পর অভিষেকের জন্য ভালোই অপেক্ষা করতে হয়েছে। এর মূল কারণ দীর্ঘদিন খেলার মধ্যে না থাকা এবং ফিটনেস ঘাটতি। এ কারণে ফ্রেঞ্চ লিগে এই মৌসুমে পিএসজির ১২ ম্যাচের আটটিতেই খেলতে পারেননি তিনি। যে চারটি খেলেছেন এর সবকটিতে মাঠে ছিলেন না পুরো ৯০ মিনিট। তবে চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচের তিনটিতেই প্রায় পুরোটা সময় খেলেছেন তিনি।

ফরাসি ফুটবল অনেকটাই শারীরিক ফুটবল। যা মেসির চেনারূপে ফেরার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ছয়বারের বর্ষসেরা ফুটবলার নিজেও এনিয়ে কথা বলেছেন। তাই চার ম্যাচ খেলে ফেললেও এখনো ঘরোয়া লিগে গোলের দেখা পাননি তিনি। চ্যাম্পিয়নস লিগের আবহ অবশ্য আলাদা। এ কারণে তিন ম্যাচে তিন গোল পেয়েছেন মেসি।

ফরাসি প্রচারমাধ্যম 'এল ইকুইপে'র খবর ম্যাচ খেলার বিষয়ে মেসিকে এখন স্বাধীনতা দিতে চান পিএসজি কোচ পচেত্তিনো। এই স্বাধীনতা মেসি কীভাবে ব্যবহার করবেন সেটা জল্পনার বিষয়। এই জল্পনার অবসান হতে পারে আগামী শনিবার। মেসি নঁতের বিপক্ষে মাঠে নামেন কিনা সেটাই দেখার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ