ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের বিপক্ষে ১২ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৮ ১৩:৫২:১৫
প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের বিপক্ষে ১২ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে মাত্র এক পরিবর্তন এনে ১৮ খেলোয়াড় নিয়ে বাংলাদেশে তিন ম্যাচের সিরিজ খেলতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের জায়গায় নেওয়া হয়েছে আরেক অলরাউন্ডার ইফতিখার আহমেদকে। তবে তাকে রাখা হয়নি ১২ জনের দলে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলা আসিফ আলি ও ইমাদ ওয়াসিমকে নেওয়া হয়নি প্রথম ম্যাচের দলে। এছাড়া সেই ম্যাচটি খেলা হাফিজ স্কোয়াডেই নেই। এ তিনজনের জায়গায় অন্য তিনজন খেলোয়াড়কে নিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে পাকিস্তান।

এই ম্যাচের ১২ জনের দলে নেওয়া হয়েছে হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। এই চারজনের মধ্যে অন্তত তিনজন খেলবেন প্রথম ম্যাচে। পাকিস্তানের টিম ম্যানেজম্যান্টের ওপর নির্ভর করছে প্রথম ম্যাচের একাদশে এ চারজনকেই নেওয়া হবে কি না।

প্রথম ম্যাচের জন্য পাকিস্তানের ১২ জনের দলবাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলি, ফাখর জামান, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ