ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

লেগস্পিনার বিপ্লবকে বোলিং না করানোর অদ্ভুত যুক্তি তুলে ধরলেন মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৯ ২০:৫৯:২৯
লেগস্পিনার বিপ্লবকে বোলিং না করানোর অদ্ভুত যুক্তি তুলে ধরলেন মাহমুদউল্লাহ

দুই ডানহাতি থাকলে তাও অফস্পিনার শেখ মেহেদি হাসানকে বোলিংয়ে আনা হয় প্রায়ই। যেমনটা দেখা গেছে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও। উদ্বোধনী জুটিতে ছিল দুই ডানহাতি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবু প্রথম ওভারে আক্রমণে আনা হয়েছিল মেহেদিকে।

কিন্তু পুরো ইনিংসের শেষ ওভারের আগে একবারের জন্যও বোলিংয়ে আনা হয়নি লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। সাধারণত টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লেগস্পিনারকে আক্রমণে আনে যেকোনো দল।

আজ পাকিস্তানের বিপক্ষেও সেই সুযোগ ছিল বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সামনে। প্রথম ছয় ওভারে মাত্র ২৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। সেখানে সহজেই লেগস্পিনার আমিনুল বিপ্লবকে আক্রমণে আনতে পারতেন মাহমুদউল্লাহ।

অথচ ইনিংসের শেষ ওভারের আগে তার কথা যেন বেমালুম ভুলেই গিয়েছিলেন টাইগার অধিনায়ক। পাকিস্তানের ম্যাচ জিততে যখন ছয় বলে প্রয়োজন দুই রান, তখন দেওয়া হয় আমিনুলকে। প্রথম বল ডট দিলেও, দ্বিতীয় বলে ছক্কা হজম করেন তিনি, শেষ হয়ে যায় ম্যাচ।

বাংলাদেশ একাদশের পঞ্চম বোলার ছিলেন আমিনুল। অথচ তাকে ব্যবহার না করে অধিনায়ক মাহমুদউল্লাহ নিজেও করেন তিনটি। আমিনুলকে কেন ব্যবহারই করা হলো না? ম্যাচ শেষে প্রশ্ন রাখা হলো, আমিনুলকে নিয়ে পরিকল্পনা কী ছিল দলের? উত্তরে মাহমুদউল্লাহ দিয়েছেন অদ্ভুত এক যুক্তি।

অল্পেই চার উইকেট হারানোর পর পাকিস্তানের ইনিংস সামাল দিয়েছিলেন দুই বাঁহাতি ফাখর জামান ও খুশদিল শাহ। এ দুজনের কারণে আমিনুলকে আনা হয়নি বলে জানিয়েছেন অধিনায়ক, ‘(আমিনুলকে নিয়ে) পরিকল্পনা ছিল বোলিং করানোর। কিন্তু উইকেটে তখন দুইজন বাঁহাতি ব্যাটার থাকায় আমাকে বোলিং করতে হয়।’

অথচ ম্যাচের প্রথম ইনিংসেই বাংলাদেশ দলের ছন্দে থাকা একমাত্র বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুবকে বেশ ভালো ভুগিয়েছিলেন পাকিস্তানের লেগস্পিনার শাদাব খান। তার করা ইনিংসের দশম ওভার পুরোটা মেইডেন খেলেন আফিফ। পরে শাদাবের গুগলিতেই পরাস্ত সাজঘরে ফেরেন ৩৬ রান করা এ বাঁহাতি।

শুধু এই ম্যাচই নয়, বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ছিলেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। তিনি ১৯ রান খরচায় নিয়েছিলেন পাঁচটি উইকেট। যেখানে চারটিই ছিল বাঁহাতি ব্যাটারদের। তবু স্রেফ বাঁহাতি ব্যাটার উইকেটে থাকায় লেগস্পিনারকে বোলিং দেননি মাহমুদউল্লাহ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কতা

বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড লিমিটেডের শেয়ারদামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি পর্যবেক্ষণ করেছে। এই প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি নিয়ে... বিস্তারিত