ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

গাপটিল ৩২৪৮, কোহলি ৩২২৭, রোহিত ৩০৮৬, অ্যারোন ফিঞ্চ ২৬০৮

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৯ ২২:১৭:৪৭
গাপটিল ৩২৪৮, কোহলি ৩২২৭, রোহিত ৩০৮৬, অ্যারোন ফিঞ্চ ২৬০৮

আজ (১৯ নভেম্বর) রাঁচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলির রান ছিল ৩২২৭, যিনি এই সিরিজ খেলছেন না। আর গাপটিল আজ ইনিংস ওপেন করতে নেমেছিলেন ৩২১৭ রান নিয়ে।

ম্যাচে ভুবনেশ্বর কুমারের প্রথম বলে স্লিপে থাকা সূর্যকুমার যাদবের মাথার ওপর দিয়ে চার মেরে শুরু করলেন গাপটিল। দ্বিতীয় বলে গাপটিলের আউটসাইড এজ হয়ে বল পয়েন্টের ওপর দিয়ে গিয়ে খুঁজে নেয় সীমানার দড়ি।

চতুর্থ বলে লোকেশ রাহুল ক্যাচ মিস করলে দুই রান নিয়ে কোহলিকে ছুঁলেন গাপটিল। আর প্রথম ওভারের শেষ বলে ভুবনেশ্বরকে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেন কিউই ডানহাতি ব্যাটার। কোহলিকে ছাড়িয়ে যেতে কিউই ব্যাটারের লেগেছে ১০৭ ইনিংস।

গাপটিল আজ আউট হলেন ৩১ রান করে। তাই ১০৭ ইনিংস শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাপটিলের রান এখন ৩২৪৮। দ্বিতীয় স্থানে থাকা কোহলির ৩২২৭ রান করতে লেগেছে ৮৭ ইনিংস।

তৃতীয় স্থানে রয়েছেন কোহলির সতীর্থ রোহিত শর্মা। ১০৯ ইনিংসে ৩০৮৬ রান করেছেন ‘হিটম্যান’, যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক চারটি সেঞ্চুরি করেছেন এই ভারতীয় ব্যাটার। চতুর্থ স্থানে থাকা অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চের সংগ্রহ ২৬০৮ রান আর ২৫৭০ রান করে পঞ্চম স্থানে রয়েছেন আইরিশ ব্যাটার পল স্টার্লিং।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ