ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নতুন ফিফা র‍্যাংকিং প্রকাশ, দেখেনিন ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২০ ১২:০৮:১৭
নতুন ফিফা র‍্যাংকিং প্রকাশ, দেখেনিন ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান

এবারের আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে এবং ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। উরুগুয়েকে ন্যূনতম ব্যবধানে পরাজিত করার পাশাপাশি ব্রাজিলের সাথে ঘরের মাঠে ড্র করে লিওনেল স্কালোনির দল।

যথারীতি এবারও শীর্ষে আছে বেলজিয়াম। তাদের রেটিং পয়েন্ট ১৮২৮। তবে পূর্বের চেয়ে তাদের পয়েন্ট কমেছে। পূর্বে তাদের পয়েন্ট ছিল ১৮৩২.৩৩।

দুই নম্বরে আছে ল্যাতিনের জায়ান্ট ব্রাজিল। তাদের পয়েন্ট বেড়েছে ৬ পয়েন্ট। বর্তমানে তাদের পয়েন্ট ১৮২৬.৩৫। তিনে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৭৮৬.১৫।

চারে আছে ইংল্যান্ড। তারা পঞ্চম থেকে চারে উঠে এসেছে। ১৭৫৫.৫২ পয়েন্ট তাদের। পাঁচে থাকা আর্জেন্টিনার ১৭৫০.৫১ পয়েন্ট। ছয় নম্বরে থাকা ইতালির পয়েন্ট ১৭৪০.৭৭।

স্পেন আছে তালিকার সাতে। তাদের পয়েন্ট ১৭০৪.৭৫। আটে আছে পর্তুগাল। ২১ পয়েন্ট কমেছে তাদের। তাদের বর্তমান পয়েন্ট ১৬৬০.২৫। নয় নম্বরে আছে ডেনমার্ক এবং দশে আছে নেদারল্যান্ড।

জার্মানী আছে তালিকার ১১ নম্বরে। যুক্তরাষ্ট্র আছে ১২ নম্বরে। সুইজারল্যান্ড আছে তালিকার ১৩ নম্বরে। মেক্সিকো আছে তালিকার ১৪ নম্বরে, ক্রোয়েশিয়া আছে তালিকার ১৫ নম্বরে। ১৬ নম্বরে আছে কলম্বিয়া, ১৭ নম্বরে আছে উরুগুয়ে, ১৮ নম্বরে সুইডেন, ১৯ নম্বরে ওয়ালেশ এবং ২০ নম্বরে সেনেগাল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ