ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ব্রেকিং নিউজ: থানায় নেয়া হয়েছে সেই দর্শককে,পাবেন শাস্তি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২০ ২০:৫১:০০
ব্রেকিং নিউজ: থানায় নেয়া হয়েছে সেই দর্শককে,পাবেন শাস্তি

যেখানে মাঠে প্রবেশ করা রাসেলকে জিজ্ঞাসাবাদ করবের দায়িত্বপ্রাপ্তরা। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আইন অনুযায়ী তাকে শাস্তি দেয়া হবে বলে ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন মিরপুর জোনের পেট্রোল ইনেসপেক্টর মোহাম্মদ মাহফুজুল হক বকশি।

এ প্রসঙ্গে বকশি বলেন, ‘আইনগতভাবে যেটি ঘটার সেটিই ঘটবে। আমরা প্রথম যে কাজটি করেছি, ঘটনা ঘটার পরেই আমরা তাকে হেফাজতে নিয়ে নিয়েছি। আমাদের ডিসি স্যার ছিলেন, উনি সঙ্গে করেই থানায় নিয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের সিকিউরিটি লেবেল তো আসলে ভালোই ছিল। জৈব সুরক্ষা বলয়ের কারণে আমাদের যেখানে যেখানে প্রবেশ করা সম্ভব আমরা সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করেছি। ও মূলত টিকিট কেটেই ঢুকেছিল। ওর পরিকল্পনাই ছিল। ও মুস্তাফিজুর রহমানের পাগল ফ্যান। তো পরিকল্পনা করেই ঢুকেছিল। টিকিট কেটে তার জায়গাতেই ঢুকেছিল, হঠাৎ করে এই ঘটনাটি ঘটিয়েছে।’

ম্যাচের ১৪তম ওভারের দ্বিতীয় বলের আগে হঠাৎই মিরপুরে শোরগোল। মাঠের খেলা ছাপিয়ে সবার চোখ তখন মাঠের উত্তর গ্যালারীতে। হাজারখানেক দর্শকের মাঝ থেকে হুট করেই রেলিং পেরিয়ে মাঠে প্রবেশের চেষ্টা করেন একজন। সেটিতে অবশ্য সফলও হয়েছেন তিনি। রেলিং পেরিয়ে যখন মাঠে প্রবেশের চেষ্টা করছিলেন রাসেল তখন সেখানে দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটিরা তাঁকে আটকানোর চেষ্টা করেন।

যদিও ৫-৬ জন মিলে চেষ্টা করলেও তাঁর মাঠে প্রবেশ করা আটকাতে পারেননি। জৈব সুরক্ষা বলয়ের তোয়াক্কা না করে মাঠে প্রবেশ করা রাসেল উইকেটের খুব কাছাকাছি গিয়ে নিচু হয়ে যান। সেখানে দাঁড়িয়ে ছিলেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসারের সামনে গিয়ে পায়ে চুম্বন করে সে। জানা গেছে, ঢাকায় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন রাসেল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ