ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ব্রেকিং নিউজ: মাথায় বলের আঘাত পেয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়লেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২১ ১৪:৫৫:১০
ব্রেকিং নিউজ: মাথায় বলের আঘাত পেয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়লেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

শর্ট লেগে ফিল্ডিং করছিলেন সলোজানোর। ঐ ওভারে চেজের করা শর্ট ডেলিভারিটি পুল করার চেষ্টা করেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। তবে তার করা শটটিতে বল আঘাত হানে সলোজানের হেলমেটের গ্রিলে। আঘাত হানার পর পরই নিচে লুটিয়ে পড়েন তিনি।

পরবর্তীতে সঙ্গে সঙ্গে মেডিক্যাল স্টাফরা মাঠে ঢুকলে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। চোট গুরুতর কিনা তা জানতে হাসপাতালে নেওয়া হয় সলোজানোরকে। সেখানে স্ক্যান করা হবে তাকে।

উল্লেখ্য, গল টেস্টে এখন পর্যন্ত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে প্রথম সেশনে বিনা উইকেটে ৬১ রান তোলে দুই ওপেনার করুনারত্নে ও নিশাঙ্কা। সেঞ্চুরির দিকেই এগোচ্ছেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে। অন্যদিকে ব্যাট হাতে অর্ধশতক হাঁকিয়েছেন নিশাঙ্কা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ