ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ আফিফের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৪ ১৭:৫৯:২৬
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ আফিফের

অবনতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও নাইম শেখের। শেষ ম্যাচে নাইম ৪৭ রানের ইনিংস খেললেও আগের দুই ম্যাচে ১ ও ২ রান করেছিলেন। এর ফলে র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে তিনি রয়েছেন ২৩ নম্বরে।

আর অধিনায়ক মাহমুদউল্লাহ তিন ম্যাচে ৩১ রান করেছেন। এর ফলে এক ধাপ নিচে নেমে ৩০তম স্থানে আছেন। বোলারদের মধ্যে উন্নতি হয়েছে শেখ মেহেদী ও শরিফুল ইসলামের।

৬ ধাপ এগিয়ে মেহেদীর অবস্থান ১২ নম্বরে। আর শরিফুল ৩ ধাপ এগিয়ে রয়েছেন ৪০তম স্থানে। পাকিস্তানের বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়ে ১৪ নম্বরে শাদাব খয়ান ও ১৬ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে রয়েছেন হাসান আলী।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ৯০ রান করে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন মোহাম্মদ রিজওয়ান। আর ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ খেলে ৫ নম্বরে জায়গা করে নিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ