ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ভারতকে তাদের ফাঁদেই ফেলতে চাই উইলিয়ামসন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৪ ২১:৫৬:০৪
ভারতকে তাদের ফাঁদেই ফেলতে চাই উইলিয়ামসন

ভারত সফর করতে এলে যেকোনো দল বেশি স্পিনার নিয়ে খেলতে আসে৷ এ ব্যাপারে প্রথম টেস্ট ম্যাচের আগে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেছেন, ‘আমরা দেখেছি, এখানে (ভারত) স্পিন খুব কার্যকরী ভূমিকা পালন করে৷ স্পিনেই খেলার মোমেন্টাম ঘুরে যায়। দুদলই নিশ্চিতভাবে শক্তিশালী স্পিনিং ইউনিট নিয়ে খেলতে নামবে।'

বিশ্বকাপের পরপর যে কোনো সিরিজ খেলা কষ্টকর৷ তাই টেস্ট খেলার জন্য ফিট থাকতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি উইলিয়ামসন। টি-টোয়েন্টি সিরিজে বিধ্বস্ত কিউইরা টেস্টে ভালো করতে মুখিয়ে আছে।

এ ব্যাপারে কিউই অধিনায়কের বক্তব্য, ‘সতীর্থরা ভালো প্রস্তুতি নিয়েছে। সব টেস্ট খেলোয়াড়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের (ভারত) কিছু নতুন খেলোয়াড় এসেছে। যতটুকু সম্ভব আমরা নিজেদের ঝালিয়ে নিচ্ছি। বোলিং ইউনিটে ধার বাড়াতে আপ্রাণ চেষ্টা করছি।'

তারপরও টেস্ট সিরিজে নিজেদের ফেভরিট মানতে নারাজ উইলিয়ামসন। কিউই অধিনায়কের বক্তব্য, ‘এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। তাদের (ভারত) পাইপলাইন অনেক শক্তিশালী, যা আমরা বেশ কয়েক বছর ধরে দেখে আসছি। তাদের কন্ডিশন সম্পর্কে তারা ভালোই ওয়াকিবহাল।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ