মাহমুদুল জয়কে কোন পজিশনে খেলানো হবে সরাসরি জানিয়ে দিলেন মমিনুল

ফর্মের তুঙ্গে থেকেই জাতীয় দলে যোগ দিয়েছেন ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর জয়। সে কারণেই হয়তো জাতীয় দলের অনুশীলনে বাড়তি নজর দেওয়া হচ্ছে ২১ বছর বয়সী এ তরুণের দিকে। বৃহস্পতিবার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স সাগরিকার পশ্চিম পার্শ্বের নেটে প্রায় দুই ঘণ্টা ধরে কাজ করেছেন জয়ের সঙ্গে।
বিশেষ করে নতুন শক্ত বলে পেস বোলিংয়ের বিপক্ষে কেমন হওয়া উচিত ব্যাটিং অ্যাপ্রোচ, সে দিকেই মনোযোগ দিয়েছেন প্রিন্স। তরুণ জয়ও বাধ্যগত ছাত্রের ন্যায় শিক্ষকের সকল পরামর্শের প্রতিফলন ঘটিয়েছেন নেট সেশনে। শুধু আজকেই নয়, চট্টগ্রামে বাংলাদেশ দলের শেষ দুই দিনের অনুশীলন দেখে যে কেউ ধরে নিতেই পারেন, শুক্রবার অভিষেক হতে চলেছে চাঁদপুরের এ তরুণের।
কিন্তু সেক্ষেত্রে আবার সামনে আসে নতুন প্রশ্ন, যদি জয়ের অভিষেক হয় তাহলে কোন পজিশনে খেলানো হবে তাকে? কেননা তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত, চার নম্বরে মুমিনুল হক ও পাঁচ নম্বরে মুশফিকুর রহিমের ব্যাটিং নিশ্চিত। তাহলে কি নিচে খেলানো হবে জয়কে? তাকে লোয়ার-মিডল অর্ডার হিসেবে ভাবছে দল?
উত্তর হলো, না! ম্যাচের আগেরদিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুমিনুল হক সরাসরিই জানিয়েছেন, মাহমুদুল জয়কে তারা নিয়েছেন ওপেনার হিসেবে খেলানোর জন্য। যদি সুযোগ পান জয়, তাহলে ওপেনিংই করবেন তিনি। যেখানে আপাতত রয়েছেন সাদমান ইসলাম অনিক ও সাইফ হাসান।
এ দুজন ছাড়া স্কোয়াডে আর ওপেনার না থাকায়ই এসেছিল প্রশ্নটি। জিজ্ঞেস করা হয়েছিল, সাদমান ও সাইফের ব্যাকআপ ওপেনার হিসেবে কার কথা ভাবছে দল? ইনজুরি সমস্যা দেখা দিলে তখন কী করা হবে? উত্তরে মুমিনুল বলেছেন, ‘জয়কে ব্যাকাপ ওপেনার হিসেবেই নেওয়া হয়েছে। সে খেললে ওপেনার হিসেবেই খেলবে।’
সবশেষ জাতীয় লিগে চারদিনের ফরম্যাটের সবগুলো ম্যাচেই তিন নম্বরে ব্যাট করেছেন জয়। তিন নম্বরে নেমেই খেলেছেন ১১২, ১২১ ও ৮৩ রানের ইনিংসগুলো। টপঅর্ডারে খেলার অভিজ্ঞতা থাকার কারণেই হয়তো তাকে ওপেনার হিসেবে ভাবছে দল। আর এ কারণেই ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও নতুন বলে বিপক্ষে কেমন অ্যাপ্রোচ হওয়া উচিত, তা দেখিয়েছেন জয়কে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ইন্টার মিয়ামি বনাম অরল্যান্ডো সিটি: প্রথমার্ধে পিছিয়ে মেসিরা
- ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি: মেসি ম্যাজিকে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভুটান: শেষ হলো বাঁচামরার ম্যাচ, জেনে নিন ফলাফল
- বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জানালো বিএসইসি
- বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: বাংলাদেশের একাদশ ৩ পরিবর্তন, সময়সূচি
- অনলাইনে ভোট হলেও সাকিব-মাশরাফী অংশগ্রহন করতে পারবেন না
- বিক্রেতা সংকটে হল্টেড ১৯ কোম্পানির শেয়ার
- কমলো আজকের সৌদি রিয়াল রেট(২৭ আগস্ট)
- দলিল লেখকের ফাঁদ এড়ান:২০২৫ সালে জমি ক্রয়ের খরচ ও রেজিস্ট্রেশন ফি কত, জানুন এখনই
- ২৪ ঘণ্টায় খতিয়ান সংশোধন: ভূমি মালিকদের জন্য বড় সরকারি সুখবর
- ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি: মেসি ম্যাজিক, ৯০ মিনিটের খেলা শেষ
- থাকবে না নিবন্ধনে প্রিলি ৪০ মার্কে পাস পরীক্ষা, ২০০ নম্বর লিখিত পরীক্ষা হবে
- আজকের সকল দেশের টাকার রেট(২৮ আগস্ট ২০২৫)
- আজকের ফজর নামাজের সময়সূচি-২৮ আগস্ট ২০২৫
- বাংলাদেশ বনাম ভুটান: ম্যাচের ৬ মিনিটেই গোল, লাইভ দেখুন এখানে