ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নিউজিল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের পথে ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৫ ২০:১৩:৩৮
নিউজিল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের পথে ভারত

কানপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। ২৮ বলে ১৩ রান করে আউট হয়ে যান ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। অবশ্য ফিফটি তুলেন আরেক ওপেনার শুভমন গিল।

কিন্তু নিজের ইনিংসকে বড় করতে পারেননি তিনিও। ৫ চার ও ১ ছক্কায় ৯৩ বলে ৫২ রান করেন তিনি। দুই ওপেনারকেই সাজঘরে ফেরান নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। ৬৩ বলে ৩৫ রান করা ভারতীয় অধিনায়ক আজিঙ্কা রাহানেকেও বোল্ড করেন তিনি।

১৪৫ রানে ৪ উইকেট হারানো ভারতের হয়ে এরপর থেকেই লড়ছেন রবীন্দ্র জাদেজা ও অভিষিক্ত শ্রেয়াস আয়ার। ‍দুজন মিলে গড়েছেন ১১৩ রানের জুটি। ৭ চার ও ২ ছক্কায় ১৩৬ বলে ৭৫ রান করে আয়ার ও ১০০ বলে ৫০ রান করে অপরাজিত আছেন জাদেজা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ